السلام عليكم ورحمةالله وبركاته
শ্রদ্ধেয় উস্তাদ!
আমার ব্যক্তিগত জীবনে কিছু মাসআলা জানা খুব দরকার,এজন্য আপনার সহায়তা কামনা করছি,বিইজনিল্লাহ।
১)আমি বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের স্টুডেন্ট হিসেবে আছি।আমার আইটি তে একটা জব সেক্টরে সিআরের কাজ হচ্ছে অনলাইনে মানুষকে ফ্রিল্যান্সিং সম্পর্কে উদ্বুদ্ধ করে কেউ যদি ফ্রিল্যান্সিং করতে চায় তাকে আইটির কোর্সে ভর্তি করিয়ে দেয়া।এতটুকুই কাজ।এরজন্য আইটি থেকে একটা কমিশন দেয়া হয়।বাহ্যিক দৃষ্টিতে এটি তো হালাল ইনকাম। কিন্তু আমার জন্য সিআরের অফার টা আসার পর থেকে আমার মনে ভীষণ রকম অজানা ভীতি এবং আশান্তি অনুভব করতেছি।হৃদয়ে প্রশান্তি পাচ্ছি না।পাছে ভয় হচ্ছে এই কাজের জন্য আমি আল্লাহর পাকড়াও এর শিকার হবো কি না।হক্ব বা জবাব দিহিতার কোনো কবলে আমি পড়ে যাই কি না!কাজটিতে হারামের কিছু নেই কিন্তু তবুও আমার অন্তরে এমন অনুভব কেন হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না।
উল্লেখ্য,পরিবারে সদস্য হিসেবে আমি আর আম্মু আছি।আম্মু অনেক কষ্ট করে সেলাই কাজ করে কোনোভাবে আমাদের সংসার চলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু রেখেছেন ভালো ই রেখেছেন। কিন্তু দিনদিন আম্মুর বয়স বাড়তেছে।আগের মতো সেলাই কাজ বেশি করতে পারেন না।তাই আম্মুকে সাহায্য করার জন্য আমারও ইনকাম করা খুব প্রয়োজন। কিন্তু আল্লাহ আদেশ আর বর্তমান জগৎ মিলিয়ে অফলাইনে কাজ/চাকরি করা মেয়ে হিসেবে আমার জন্য সবদিক থেকেই ঝুঁকিপূর্ণ। তাই আমি ফ্রিল্যান্সিংয়ের পথ টা বেছে নিয়েছি।কিছু এ পথেও বিভিন্ন ধোকা রয়েছে আমি জানি।আল্লাহর নফরমানির ভয় রয়েছে। সবদিক থেকে উপরের চাকরিটি আমার জন্য একটি ভালো সুযোগ হালাল ইনকাম করার।উস্তাদ আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন আমার কি করা উচিৎ!? কাজটা কি আমার করা উচিৎ? হালাল হওয়ার পরও আমি কেন কাজটা নিয়ে শান্তি পাচ্ছি না?
২) আমি আর আম্মু নানুর বাড়ি থাকি।আম্মুরা ১ ভাই ১বোন। মামারা আলাদা খান। ২ জন ফ্যামিলি মেম্বার হিসেবে আমাদের অল্প আয় ই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা অন্য জায়গায়। মামির সাথে আমাদের সম্পর্ক টা ভালো না।তিনি আমাদেরকে পছন্দ করেন না,নানুর বাসায় থাকার কারণে।প্রায় বিভিন্ন সময় আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেন,এমন ঈমানদার হিসেবে যা শোনা বিশেষ করে আমার জন্য অনেক বেশি কষ্টকর। তারপরও বছরের পর বছর সহ্য করে যাচ্ছি। আম্মাজান খাদিজা রা. এবং উম্মে জামিল এর ঘটনা মনে করে অনেক নিজেকে শান্তনা দিই।তারপরও অনেক সময় আল্লাহ কে বলে ফেলি,"আল্লাহ কবে এই জাহান্নাম থেকে মুক্তি পাবো?আমাদের জন্য উত্তম ব্যবস্থা করে দেয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি।
আমরা দুজনেই মেয়ে, তাই পরিস্থিতি সাপেক্ষে আলাদা বাসায় থাকারও চিন্তা করতে পারি না।উস্তাদ আমাকে কিছু নসিহা করুন।
৩) আমি দুলাভাইয়ের সাথে মিষ্টি করে কথা বলি না বলে তিনি বলেন আমি নাকি অহংকারি।অহংকারের জন্য আমার সাথে নাকি কথা ই বলা যায় না।উস্তাদ এতে কি আমার অহংকার প্রকাশ হলো?
৪) আমার স্রাবের সমস্যা আছে।মাজুর না কিন্তু বার বার স্রাব আসার কারণে অযু ভেঙে যায়। আমাদের বাথরুম বাড়ির বাইরে। তাই দিনের বেলা সম্ভব হলেও রাতে বিশেষ করে তাহাজ্জুদ টাইমে একাএকা বাথরুমে যেতে ভীষণ ভয় লাগে।
আমার প্রশ্ন হলো: স্রাব আসলে ঐ জায়গা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে?কাপড় ভিজিয়ে ঐ জায়গা ভালোভাবে মাসাহ করলে কি হবে?
আর অযু করলেই শুধু হদস এসে বারবার অযু ভেঙে যায়। এর জন্য কি করণীয়?