আসসালামু আলাইকুম
১.রংপুর আমার বাসা।জামাইয়ের পোস্টিং সিলেট।এজন্য রংপুর থেকে সিলেটের জন্য রওনা হই।গাড়িতে আসর মাগরিব এশা কাজা হয়।এগুলো কি কসর এর নামাজ হিসেবে কাজা আদায় করব নাকি ৪ রাকাত করে ফরজ গুলো আদায় করব??
২.মাসের ৫/৬ দিন সাদা স্রাব অনেক বেশি আকারে হয়।তারপর সাদা স্রাব খুব অল্প বা একদম নাই এরকম দেখা যায়। এক নামাজ পড়ে অন্য নামাজের ওয়াক্ত হওয়ায় অই একই অযু দিয়ে পরের ওয়াক্তের নামাজ যদি পড়ি এবং নামাজ শেষে বাথরুম গিয়ে যদি চেক করে দেখি যে সাদা স্রাব নাই তাহলে নামাজ হবে??
৩.এখন সাদা স্রাব তেমন নাই বললেই চলে।যুহর পড়ে উযু ছিল বিধায় সেই অযু দিয়ে আসর পড়েছি।আসর শেষে বাথরুম গিয়ে দেখি সাদা স্রাব এর রাস্তার বাহিরের দিকে সাদা স্রাব নেই কাপড়েও সাদা স্রাব লাগে নি কিন্তু ভিতরের দিকে হাত দিয়ে চেক করলে সামান্য পিচ্ছিল হাতে লাগে।এতে কি আমার আসরের নামাজ হয়েছে??