আসসালামু আলাইকুম।
1)শায়েখ, দুই বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব।তাহলে কি শুধু তাশাহুদ পড়ে সালাম ফিরালে সলাত হবে?
দরুদ ও দুআ মাসুরা পড়া কি ওয়াজিব?
2)যদি খাহেশাত এর অনুসরণ না করা হয় এবং মাযহাবের কোনো মাসায়েল এর থেকে যদি সুন্নাতের অধিক নিকটবর্তী কোনো মাসায়েল পাওয়া যায় তাহলে কি সেটা অনসরণ জরুরী নয়?