ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হেরা পর্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' এর নিকট জিবরাঈল আঃ এর আগমন সম্ভলিত, আয়েশা রাযি বর্ণিত, দীর্ঘ হাদীসের একাংশে হযরত খাদিজা রাযি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' কে উদ্দেশ্য করে বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' বলেছিলেন,'আমি আমার জীবন সম্পর্কে শঙ্কাবোধ করছি।'
فَقَالَتْ لَهُ كَلاَّ أَبْشِرْ، فَوَاللَّهِ لاَ يُخْزِيكَ اللَّهُ أَبَدًا، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَصْدُقُ الْحَدِيثَ، وَتَحْمِلُ الْكَلَّ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ.
কক্ষনো না। আপনি বরং সু-সংবাদ গ্রহণ করুন। আল্লাহর কসম, আল্লাহ্ আপনাকে কখনই লাঞ্ছিত করবেন না। কেননা, আপনি তো আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন, সত্যকথা বলেন, অনাথ অক্ষমদের বোঝা বহন করেন, মেহমানদের মেহমানদারী করেন এবং হকের পথে আগত যাবতীয় বিপদে সাহায্য করেন।(সহীহ বোখারী-৬৯৮২)
কারো মৃত্যুতে খুশী হওয়া যাবে না। বরং কারো দুঃখে দুঃখী হওয়াই কাম্য। কেউ কষ্ট দিলে বা কারো মাল আত্মসাৎ করলে, তাকে ক্ষমা করে দেওয়াটাই মূলত সুন্নাহ। হ্যা, ক্ষতিপূরণবাবদ মাল দাবী করা যাবে।