ওয়া আলাইকুমুস-সালাম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
بسم الله
الرحمن الرحيم
জবাব,
https://ifatwa.info/23228/
নং ফাতওয়াতে উল্লেখ রয়েছে যে, রোযাদার যদি
ভুলক্রমে মনের অজান্তে পানাহার করে ফেলে, তাহলে এতে রোযার কোনো সমস্যা হবেনা।
উক্ত রোযা আদায় হয়ে যাবে।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ أَكَلَ نَاسِيًا وَهُوَ صَائِمٌ فَلْيُتِمَّ صَوْمَهُ فَإِنَّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সওম অবস্থায় ভুলে কিছু
খেয়ে বা পান করে ফেলে, সে যেন সওম পূর্ণ করে। কেননা এ খাওয়ানো ও পান করানো আল্লাহর
তরফ থেকেই হয়ে থাকে। (সহীহ : বুখারী ১৯৩৩, মুসলিম ১৯৫৫, ইবনু মাজাহ ১৬৭৩, আহমাদ)
বিস্তারিত জানুনঃ https://ifatwa.info/14600/
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জ্বী না, আপনার রোজা ভেঙ্গে যায়নি। এতে
কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাই পেরেশান হওয়ার কোনো কারণ নেই।