ওয়া আলাইকুমুস সালাম ওয়া
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/8048/
নং ফাতওয়াতে উল্লেখ রয়েছে যে,
ব্যাংকের চাকুরি হারাম হওয়ার মূল
কারণ দু’টি।যথা-
১-হারাম কাজে সহায়তা করা।
২-হারাম মাল থেকে বেতন পাওয়ার সম্ভাবনা
থাকা।
হারাম কাজের সহায়তার বিভিন্ন স্তর
আছে। শরীয়তে সব প্রকার সহায়তা হারাম নয়। বরং সে সব সহায়তাই হারাম যা সরাসরি হারাম কাজের
সহিত জড়িত থাকে। যেমন, সুদী লেনদেন করা। সুদী লেনদেন লিখে রাখা। সুদী টাকা সংশ্লিষ্ট
ব্যক্তিবর্গ থেকে উসুল করা, ইত্যাদি ইত্যাদি।
★সুতরাং বাংলাদেশ
ব্যাংক যেহেতু সুদী কর্মকান্ডের সাথ জড়িত, তাই বাংলাদেশ ব্যাংকে চাকুরী করা হারাম।
তার বেতন হারাম।
কুরআনে কারীমে ইরশাদ হচ্ছে-
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا
إِن كُنتُم مُّؤْمِنِينَ
হে ঈমানদারগণ,তোমরা আল্লাহকে
ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে,তা পরিত্যাগ কর,যদি তোমরা ঈমানদার হয়ে থাক। [সূরা বাকারা-২৭৮]
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ
وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি
হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। [সুরা আলে ইমরান-১৩০]
হাদিস শরিফে এসেছে-
لَعَنَ
رَسُولُ اللهِ ﷺ آكل الربا وموكله وكاتبه وشاهديه، وقال : هم سواء.
আল্লাহর রাসূল ﷺ সুদখোর,
সুদদাতা,
সুদের লেখক এবং তার উপর সাক্ষীদ্বয়কে অভিশাপ করেছেন, আর বলেছেন, ওরা সকলেই সমান।
(মুসনাদে আহমাদ ৩৮০৯)
তবে যদি ব্যাংকের এমন কোনো সেক্টরের
কাজ হয়, যাতে সুদী কাজে জড়িত
হতে হয় না। যেমনঃ ড্রাইভার, ঝাড়ুদার,
দারোয়ান,
জায়েজ কারবারে বিনিয়োগ ইত্যাদি সেক্টর হয়, তাহলে যেহেতু
এসবে সরাসরি সুদের সহায়তা নেই তাই এমন সেক্টরে কাজ করার সুযোগ অবশ্যই রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/398
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. জ্বী, সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যেহেতু তার আর্থিক সমস্যা নেই, তাই উক্ত মহিলার
জন্য বাহিরে গিয়ে চাকুরী করা উচিত নয়।
তারপরেও যদি সে অভিজ্ঞতা অর্জন বা
সনদের জন্য যায়, তাহলে অবশ্যই কিছু শর্ত মেনে যেতে হবে।
বিস্তারিত জানুন - https://ifatwa.info/5338/
২. সুদী ব্যাংকে চাকরী না
নেওয়ার ব্যাপারেই আমাদের পরামর্শ থাকবে।