আসসালামুআলাইকুম, আমাদের ঘরে একটি নষ্ট মটর পড়ে আছে। এভাবে দীর্ঘদিন পড়ে থাকলেও ঘরের কারো হুশ থাকেনা। সেটি ঝং ধরে জরে পড়বে। আমি চাচ্ছি এটা ১২০০টাকা বিক্রি করে দিতে। আমি বিক্রি করলে পরিবারের কেউ দেখলে বা জানলেও কিছু বলবেনা আশা করি, ইনশাআল্লাহ। আমি পূর্বে ও আরো জিনিস বিক্রি করছি, নষ্ট পাখা, টিন ইত্যাদি। টিনের বিক্রির ব্যাপারটা জানে পরিবার।
কিন্তু আমি নিজে থেকে গিয়ে কাউকে জানাবো না যে আমি এটা বিক্রি করছি।
এদিকে আমি বেকার, কিছুটা অসুস্থ। এই বেকারের জন্য আমার বাবা কিছুটা হলেও দায়ী, আল্লাহ মাপ করুন। আমাকে বছরে একবার জামা-কাপড় দেয়া ছাড়া কোনো হাত খরচ দেন না।
১/প্রশ্ন, এমতাবস্থায় আমি মটরটি পরিবারকে না জানিয়ে বিক্রি করলে গুনাহ হবে?
বিঃ দ্রঃ- হুজুর আমাকে কোনো ইফতা বিভাগে যেতে বলবেন না আশা করি। আমাদের এখানে কাছে আদৌ ইফতা বিভাগ আছে কিনা জানিনা। আমার ভুল গুলো ক্ষমার চোখে দেখবেন।
২/হুজুর আমার আগের প্রশ্নটি(জালিমদের শাস্তি) উত্তর আমাকে ইনবক্সে সংক্ষেপে দিলে ও খুব খুশি হবো, আপনাদের জন্য দোয়া থাকবে। আমি জানি আপনাদের সীমাবদ্ধতার কথা। আপনাদের এই দ্বীনের কাজের বিনিময় আল্লাহ আপনাদের দিবেন, ইনশাআল্লাহ।
জাযাকাল্লাহ খইরান।