আসসালামু আলাইকুম।
স্বামীর সাথে মান-অভিমান চলছিলো।ঝগড়া বা চিল্লাচিল্লি না।আমি অভিমান করেছিলাম তার উপর।
ও আমার রাগ ভাঙ্গানোর চেষ্টা করতেছিলো চ্যাটিং এ।তো কাল রাতের ঘটনা হলো।সে বলতেছে সব কথাতে ভালোবাসা টানো কেন?
***জামাই-বউ ঝগড়া করেই এগুলা কাউন্ট করলে রিলেশন কন্টিনিউ করার যোগ্যতা নাই তোমার।
এটা শুনে আমি বলি এটা কি বললা?বিভিন্ন কথার মাঝে সে বলে,
***তুমি আমাকে বিশ্বাস করো না করলে সম্পর্ক রেখে কি লাভ?বিশ্বাস করতে হবে।
আমি এটা শুনে রেগে যাই।বললাম শয়তান সবসময় পিছনে লেগে থাকে।কখনোই আর এসব বলবা না।তওবা করো,এই সেই অনেক কথা।
এরপর রাগ করে থাকি আমি বলি যে,ঘুমাতে যাও।সে বলে,তুমিও ঘুমাও।আমি তখন বলি,খুব রাগ তোমার উপর আমার এখনো,দ্বীনজ্ঞানহীন অজ্ঞের মতো কথা বলো।
দূর হও,ঘুমাতে যাও।
সে বলেঃ ওকে,চলে গেলাম পিও।আমাকে ছাড়া তুমি সুখী হবে।
আমি এবার আরেও রাগ করি এসব কথা নিষেধ করার পরও কেন বলবা?
সে বলেঃ তাহলে ভালোবাসি বলো তাহলে ঘুমাতে যাবো।(মানে সে ঢং করতেছিলো)
আমার স্বামী এমনিতে রসিক মানুষ, মজা করে বেশি।
১/এখন আমার প্রশ্ন হলো,
সে যে বললো আমাকে ছাড়া সুখী হবে?এটায় কি কোন সমস্যা হবে?
সকালে তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছি আমি,কেন বললা এসব?উদ্দেশ্য কি? বললোা,কি বলছি?বললাম,ঐসব সুখী থাকা টাকা কি বললা কাল?অফিসে ছিলো সে তখন,আবারও ঢং করে বলতেছে আমাকে মাইনাস করতে চাও তুমি।(সে জানে আমি তাকে খুব বেশি ভালোবাসি তাই ঢংগুলো করে)
আমি বললাম,কি যে বলো।তারপর আবারও একটু পর বলি
এগুলা কেন বলছো?এমনিতেই?কোন উদ্দেশ্য ছিলো?সে বলে,কি বলছি কাল রাতে মনেই তো নাই।তখন বললাম,এই যে তোমারে ছাড়া সুখে থাকতে।এগুলা কি হুদাই বললা?বলে,হুম।না কি উদ্দেশ্য । এমনি বললাম।
তুমি কাকে নিয়া তুমি সুখী হতে চাও?
বললাম, তোমাকে নিয়ে।
সে বলে তাহলে ঝগড়া করবা না।ব্যাস।ফোন রেখে দিলাম।
এখন আমি একটু টেনশন করছি,রিলেশন কন্টিনিউ করার যোগ্যতা নাই,বিশ্বাস না করলে সম্পর্ক রেখে লাভ কি,
"" ওকে,চলে গেলাম,ভালো থেকো প্রিয়,আমাকে ছাড়া সুখী হবে" এগুলা কি কোন সমস্যা হবে?সে যে ঢং করতেছিলো এতে কোন সন্দেহ নাই।কোন রাগ ছিলো না তার।
২/(বহুদিন পর আজ একটা ঘটনা মনে পরলো আমার।
খুব মেজাজ খারাপ ছিলো আমার।ঘুম আসছিলো না,তাই গভীর রাতে স্বামীকে ঘুম থেকে উঠিয়ে বললাম,আমাকে বাপের বাড়িতে দিয়ে আসো।যাবো।
সে বলতেছে,কি বলো এগুলা?গেলে পরে যাবা। ঘুমাও তো,বিরক্ত করবা না।
**এরপর আমি রাগ করতেছিলাম।সে মনে হয় বলছিলো,আচ্ছা যাইয়ো,আসা লাগবে না আর,ঐদিকেই থাইকো (এগুলা খুব ঝাপসা স্মৃতি আমার,আমি নিজেও শিউর না ঠিক কি বলছে,ঘটনা অনেক আগের, প্রায় ২ বছর হবে মেবি)।এরপর মনে হয় সকালে আবার আমরা ভালো হয়ে গেছি।
আজকে আমি ওকে এটা জিজ্ঞেস করলাম,সে বলতেছে এমন কিছুই তো মনে পরছে না।মনেই নাকি পরছে না তার।এখন এটায় কি কোন সমস্যা হবে?
তাকে মনে করানোর জন্য পরবর্তীতে আবারও কল দিলে সে বলে মনে আসছে না।তখন বললাম,এরকম কিছু বলে থাকলেও তো এমনে বলছো না?বলে হ্যা।বললাম কোন উদ্দেশ্য ছিলো না তো তাই না?বলে হ্যা।
আমি বলি হ্যা হ্যা করো কেন।সে বলো,মনেই তো নাই তবে তুমি যেহেতু বলতেছো তাই বললাম বলে থাকলে এমনি বলছি।কোন কারন নাই।
এগুলা কি কোন সমস্যা?