ওয়া
আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
بسم
الله الرحمن الرحيم
জবাব,
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْلاَ أَنَّ الْكِلاَبَ أُمَّةٌ مِنَ الأُمَمِ لأَمَرْتُ بِقَتْلِهَا فَاقْتُلُوا مِنْهَا الأَسْوَدَ الْبَهِيمَ " .
আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি
বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্র সৃষ্টজীবের
মধ্যে কুকুর এক প্রকার জীব না হলে আমি এগুলোকে হত্যা করতে আদেশ দিতাম। সুতরাং তোমরা
গাঢ় কালো রঙের কুকুরগুলো হত্যা করো। (আবু দাউদ ২৮৪৫)
حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ أَمَرَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم بِقَتْلِ الْكِلاَبِ حَتَّى إِنْ كَانَتِ الْمَرْأَةُ تَقْدَمُ مِنَ الْبَادِيَةِ - يَعْنِي بِالْكَلْبِ - فَنَقْتُلُهُ ثُمَّ نَهَانَا عَنْ قَتْلِهَا وَقَالَ " عَلَيْكُمْ بِالأَسْوَدِ " .
জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহর নবী
(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে কুকুর হত্যার আদেশ দেন, এমনকি কোন মহিলাও
যদি জঙ্গল থেকে তার কুকুরসহ আসতো সেটাও আমরা হত্যা করতাম। অতঃপর তিনি আমদেরকে কুকুর
হত্যা নিষেধ করে বললেনঃ তোমরা শুধুমাত্র কালো কুকুর হত্যা করবে। (আবু দাউদ ২৮৪৬)
★শরীয়তের বিধান হলো কোনো কুকুর যদি হিংস্র হয়, ক্ষতিকারক হয়,
চায় সে পাগলা কুকুর হোক, বা সুস্থ কুকুর হোক, যদি তাকে মেরে ফেলা ছাড়া তার থেকে পরিত্রানের
কোনো ছুরত না থাকে, তাহলে তাকে মেরে ফেলা জায়েয আছে।
তাকে অন্যান্য যন্ত্র দিয়ে যেমন মেরে ফেলা জায়েয
আছে,বিষ দিয়েও মেরে ফেলা জায়েয আছে। তবে বিষ এমন হওয়া উচিত যেটার দ্বারা কুকুর দ্রুত মারা যাবে। অন্যথায় সাধারন বিষ প্রয়োগ করা হলে সেটা আরো ভয়ংকর রকমের সমস্যার কারন হতে পারে। (কিতাবুন
নাওয়াজেল ১৪/৪৪০)
আরো জানুনঃ- https://ifatwa.info/3119/
হযরত ইবনে উমর থেকে বর্ণিত,
عن ابن عمر رضي الله عنهما قال : قال النبي صلى الله عليه وسلم : ( دخلتِ امرأةٌ النارَ في هِرَّة حبَسَتْها، لا هي أطعَمَتْها ولا هي ترَكَتْها تأكُلُ مِن خَشَاش الأرض حتى ماتَتْ )
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নারী
একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছিল, সে তাকে বেঁধে রেখেছিল। সে তাকে খাবারও দেয়নি,
ছেড়েও দেয়নি, যাতে সে যমীনের পোকা মাকড় খেতে পারত। আবূ
হুরাইরাহ্
(রাঃ) সূত্রেও নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ হাদীস বর্ণিত আছে।(সহীহ
বোখারী-৩৩১৮,সহীহ মুসলিম-২২৪২)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জি না প্রশ্ন উল্লেখিত শুরুতে আপনার কোন গুনাহ হবে
না। কারণ, আপনি উক্ত বিড়ালের অনিষ্ঠতা কামনা করেননি। বরং চিকিৎসার উদ্দেশ্যেই আপনার
বাসায় নিয়ে এসেছেন। এতে চিন্তিত/বিচলিত হওয়ার কোন কারণ নেই। আল্লাহ আপনাকে উত্তম
প্রতিদান দান করুন।
বি:দ্র: প্রাণীকে বন্ধী করে রাখলে তার খাবার দাবার
ও চিকিৎসা সবকিছুই বন্ধী কারী ব্যক্তির উপর আপতিত হয়। তবে বন্ধী করে না রাখলে তার খাবার
দাবার ও চিকিৎসা কারো উপর আপতিত হবে না।
যেহেতু বিড়ালকে আপনি বন্ধী করে রাখেন নি,তাই উক্ত
বিড়ালের খাবার দাবার ও চিকিৎসা আপনার উপর ওয়াজিব ছিলনা। সুতরাং বিড়ালটি এমনিতেই মারা
গেলে তার জন্য আপনাকে দায়ভার গ্রহণ করতে হবে না।