এইখানে প্রশ্নের মধ্যে ভুল আছে, এইটার সংশোধন জরুরি।
আমি যতটুকু জানি, প্রচলিত তাবলীগ এর মধ্যে মহিলারা বাসায় বাসায় গিয়ে দাওয়াতী কাজ করেন না। তাঁদের আমল এর ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করা হয়। মারকাজ থেকে অনুমোদন স্বাপেক্ষেই কোনো এক বাসায় নির্দিষ্ট কাওয়ায়েফ (শর্ত) পূরণ হলেই সাপ্তাহিক তালীম এর আমল হয়। শর্ত পূরণ করেই একজন মহিলা মাহরাম পুরুষের সাথে মাস্তুরাত এর জামাতে বের হন।
তাবলীগের নামে মিথ্যে কথা বলা হয়েছে প্রশ্নে।
যতটুকু বুঝে আসছে, হয়তো প্রশ্নকারী না বুঝে, না জেনেই তাবলীগ শব্দ ব্যবহার করেছেন, নতুবা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।
এই ধরণের কাজ জামাতে ইসলামী-র মহিলারা করে থাকেন, এই ব্যাপারে ৯৯% নিশ্চিত আমি।
এই ব্যাপারে যাচাই করে প্রয়োজনে মন্তব্য জানানোর অনুরোধ করছি প্রশ্নকারী-কে।
তাবলীগের মতো পবিত্র ও মহৎ কাজকে কলুষিত করার চেষ্টা করা উচিত নয়, যদি এমন ইনটেনশন থাকে এই প্রশ্নের মাধ্যমে।