আসসালামু আলাইকুম, কোন ব্যক্তির বিয়ের জন্য মেয়ে পক্ষ থেকে দেনমোহর ২০ লাখ টাকা ধার্য্য করা হইছে। কিন্তু ছেলে পক্ষ এত বেশি দেনমোহর দিতে পারবে না, তখন মেয়ে পক্ষ থেকে বলা হয় যে এক লক্ষ টাকা দেনমোহর করা হোক আর সামাজিকভাবে সেটা ২০ লক্ষ টাকা সুতরাং এক লক্ষ টাকা দেনমোহর পরিশোধ করলেই হবে আর এ ব্যাপারটা মেয়ে মেয়ের বাবা মেয়ের পরিবারের সবাই জানে।এ ব্যাপারে ইসলাম কি বলে? এভাবে কি দেনমোহর এক লাখ টাকা শোধ করলে, সেটা শোধ হবে নাকি ২০ লাখ টাকা শোধ করতে হবে।