আসসালামু আলাইকুম জনাব,
আমার আত্তীয় ১৪বছর যৌথ পরিবারে সংসার করেছেন। সংসার যখন পৃথক হয়,তখন তাদের হাতে কোন টাকা পয়সা ছিলো না।কারন উনি বাবা-মা,ভাই-বোন সহ সংসারের প্রতি উদার ছিলেন, যা ইনকাম করেছেন, যৌথ পরিবারে খরচ করেছেন। সেজন্য যখন সংসার পৃথক হয়, তখন তাদের থাকার মত ঘর ছিলো না। যদিও ভালো ইনকাম করেন কিন্তু ক্যাশ টাকা ছিলো না তখন। আর উনি একমাস ইনকাম করতে পারেন, পরের মাস বেকার থাকতে হয়। এভাবে সংসার চলে ওদের। পৃথক হওয়ার পরে আত্তীয়স্বজন থেকে খন করে একটা পাকা ঘর করেন এবং মাসে মাসে ধাপে ধাপে ঋন শোধ করছেন।কিন্তু বর্তমানে উনি প্রচুর হিমসিম খেয়ে যাচ্চেন ঋন পরিশোধ করতে, পাশাপাশি সংসার চালাতে। পাওনাদারগন টাকার জন্য বারবার অনুরোধ করছেন। এমতাবস্থায় আমার নিকট কিছু সুদের টাকা হস্তগত হয়েছে।
আমি কি এই টাকার উৎস গোপন রেখে টাকাটা তাদেরকে দিতে পারবো?