যাকাত সংক্রান্ত ২টি মাসআলা জানতে চাই:
১. আমার একটি "হিলফুল ফুজুল" নামক প্রকাশনী আছে। একজন ব্যক্তি যাকাতের কিছু টাকা প্রদাণ করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। উক্ত টাকা এমন একজন/একাধিক মানুষকে দিতে চাই, যারা মুস্তাহিকে যাকাত। কিন্তু আমার প্রকাশনী তাদের থেকে কিতাব বাবদ কিছু টাকা পায়, যা তারা বাকীতে ক্রয় করেছিল। আমি তাদেরকে মোবাইলের মাধ্যমে জানায় যে, যাকাত বাবদ আমি তোমাকে কিছু টাকা দিব, তুমি তার মালিক। তুমি চাইলে নিতেও পার অথবা উক্ত টাকা দিয়ে আমার প্রকাশনীর বাকি টাকা পরিশোধও করতে পরো। টাকা লেনদেনের দুটি ছুরত হতে পারে। যথা: ১. আমি বিকাশে/নগদে তোমাকে টাকা পাঠাব এবং তুমি আমার প্রকাশনীর প্রাপ্য টাকা পাঠিয়ে দিবে।
২. অথবা তুমি আমাকে অনুমতি দিলে উক্ত টাকা প্রকাশনীর দায়িত্বশীলদের নিকট হস্তান্তর করবো।
২. আমি যাকাতের উক্ত টাকা দিয়ে যদি কিতাব ক্রয় করে মুস্তাহিকে যাকাত কোন ব্যক্তিকে উক্ত কিতাবগুলোর মালিক বানিয়ে দেয় তাহলে কি যাকাত আদায় হবে? এবং সেই ব্যক্তি যদি কয়েকদিন পরে আমাকে উক্ত কিতাবগুলো থেকে কিছু কিতাব যেকাউকে হাদিয়া দেওয়ার অনুমতি দেন৷ আমি কি সেই ইখতিয়ার রাখি? আমার জন্য উক্ত কিতাব কাউকে হাদিয়া দেওয়া কি জায়েয হবে?