আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
আমার একজন বান্ধবীর নানি (বয়স্ক) উমরায় যাওয়ার নিয়ত করেছেন তাঁর ভাতিজার সাথে। উনার ভাতিজা হজ্জ এজেন্টের সহযোগী। সম্ভবত কাফেলার দিক নির্দেশনা দিবেন। উনার সাথে আমার বান্ধবীর নানী যেতে চাচ্ছেন।
মহিলা কাউকে সাথে নিতে চাচ্ছেন,একা যেতে সাহস করতে পারছেন না। এখন আমার বান্ধবীকে সাথে নিতে চাচ্ছেন।
উনার ভাতিজা তো আমার বান্ধবীর নন মাহরাম।
১.সেক্ষেত্রে কি যেতে পারবে?
২.গেলেও কি আমার বান্ধবীর উমরাহ পালন করা হয়ে যাবে?
উস্তায আর একটা বিষয় জানার ছিলো,
আমার বাসা রংপুরে, আমি ঢাকায় একটা মাদ্রাসায় টিচার+ স্টুডেন্ট হিসেবে জয়েন করেছি।
এখানে আমি জেনারেল সাবজেক্টের ক্লাস নিই। আর সাথে প্রথম বর্ষের সাথে এসো আরবি শিখি ক্লাস করি সময় পেলে।
যাতায়াতের সময় কোনো মাহরাম থাকে না। সুযোগও নেই।
৩. এক্ষেত্রে আমার করণীয় কি উস্তায?