আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকা-তুহ
১
জনৈক শাইখ আমাকে বলেছেন কেনায়া তালাক দু প্রকার
যেমন, ১ম প্রকার কেউ বলছে 'তোমার সাথে এই মূহুর্ত থেকে সম্পর্ক শেষ' এই কথা তালাকের নিয়তে বললে তালাক হয়ে যাবে। তালাকের নিয়ত ছাড়া বললে হবেনা।
২য় প্রকার এমন বাক্য সেটা সাধারণ ভাবে বললে এমনকি তালাকের নিয়তে বল্লেও তালাক হবেনা, যেমন কেউ স্ত্রীকে এম্নিতে বলল, 'যাহ', বা কেউ গণণা করছে, '১,২,৩' এভাবে।
কিন্তু কেউ যদি স্ত্রীকে বলে তোমাকে ৩ দিলাম',অথবা স্ত্রী বলে তোমার সাথে সম্পর্ক রাখবনা,তখন যদি স্বামী বলে 'যাহ' তালাকেএ নিয়তে তাহলে তালাক হয়ে যাবে।
আমার প্রশ্ন উক্ত হুজুরের কথা কি ঠিক?
২। তাহলে স্ত্রী যদি বলে আমি একটু দোকানে যাব, স্বামী যদি স্বাভাবিক ভাবেই বলে 'যা' কিন্তু তালাকের নিয়তে তাহলে তালাক হবে কি?
৩, একই ভাবে কোনোরাগারাগি ঝগড়া ছাড়া স্বামী যদি স্ত্রীকে মজা করে তালাকের নিয়তে বলে,তোমাকে আমি ৩ দিলাম,বা তুমি আমার থেকে তিন পেলে। এটা কি তালাক হবে? কারণ ৩ মানে ৩ তালাক যেহেতু বুঝাতে পারে।
৪, আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকা-তুহ.
আমরাত জানি মজা তামাশা করে তালাক দিলেও তালাক হয়ে যায়।
তবে মজা/তামাশা করে তালাকের নিয়তে কেনায়া বাক্যের তালাক দিলে তালাক হবে কি?
৫, মজা তামাশার নিয়তে তালাক এর নিয়ত ছাড়া বরং তালাকের ভয় দেখান বা স্ত্রী যাতে বাহ্যিক ভাবে বুঝে তালাক দেয়া হচ্ছে এরকম কেনায়া বাক্যের তালাক দিলে তালাক হবে কি? যেমন 'যাও যাও আইসো না আমার কাছে,আমার দরজা তোমার জন্য বন্ধ'