১. সফর থেকে ফেরার পথে কোথায় সফর শেষ ধরা হবে.? নিজের গ্রাম/শহর/ পৌরসভা/সিটি করপোরেশনের ওয়ার্ড,আসলে কোনটিকে ধরা হবে...
২. আমার স্ত্রী কথা প্রসঙ্গে বলে " আল্লাহ আরশে থাকেন,এটা আল্লাহর স্থান" তার পরে তাকে কিছু সময় বুঝাই স্থান, আল্লাহর জন্য সাব্যস্থ না করতে। পরে সে মৌন থাকে, দেখে মনে হলো বিষয়টির ভূল বুঝতে পেরেছে। তার কি এই কথা বলায় কুফর হয়েছে! তাকে এই বিষয়ে আবার জিজ্ঞেস করা কি জরুরী।
৩. লক্ষি,অলক্ষি,রাশি ফল এইগুলো ভুয়া এবং অসত্য জানার পরেও কেও যদি রাগে নিজেকে অলক্ষি বলে , কিংবা মজা করে বলে সে তুলা রাশির এভাবে বললে কি শিরক হয়?