১)আমি যদি আমার মোবাইলটি বিক্রি করি, আর পরবর্তীতে কেউ হারাম কিছু দেখে থাকে তাহলে তার দায়ভার আমার উপর পরবে কী না?
২) মনে করুন আমি একটি ইসলামি বই কিনলাম। বইটির স্বত্ব সংরক্ষিত।এখন লেখক/ অনুবাদক উল্লেখ করে বলেননি যে "বইটি দাওয়ার স্বার্থে ব্যবহার করা যাবে"। এখন আমি বইটি পড়লাম এবং কিছু জ্ঞান অর্জন করলাম। এখন আমি বইটি থেকে যদি দাওয়ার স্বার্থে কিছু কথা ব্যবহার করে থাকি তাহলে এতে লেখক/ অনুবাদকের হক নষ্ট হবে কী? যেহেতু তাদের স্বত্ব সংরক্ষিত এবং তারা এ ব্যপারে কিছু বলেননি যে দাওয়ার স্বার্থে ব্যবহার করা যাবে।