আলহামদুলিল্লাহ। তবে উস্তায এখানে আরেকটা বিষয় ক্লিয়ার হতে চাচ্ছি। যেটা জানায় ছিল আমার মূল উদ্দেশ্য। এখানে উস্তায আপনি কয়েকটা বিষয় উল্লেখ করেছেন:
১. স্বাভাবিকভাবে হুন্ডিতে লেনদেন করা নাজায়েজ বা হারাম না। এবং হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো এবং সেই টাকা গ্রহণ করাও হারাম বা নাজায়েয না।
২. তবে যেহেতু সরকারি আইন অনুযায়ী এটা নিষিদ্ধ। এবং দেশের কোন আইন যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় এবং দেশ অথবা জনগণের কল্যাণে হয় তাহলে একজন মুসলিম অথবা দেশের একজন সুনাগরিক হিসেবে সেটা মানা অবশ্যই কর্তব্য।
এখন আমার জানার বিষয় হচ্ছে, যেহেতু হুন্ডি ব্যবসা বা লেনদেনটা স্বাভাবিক ভাবে ইসলামের নাজায়েজ বা হারাম না। এবং হুন্ডির মাধ্যমে লেনদেন করলে হারাম বা অবৈধ হবে না। দেশের নাগরিক হিসেবে এর থেকে বেঁচে থাকাই কাম্য যেটা আপনি ফতওয়াতে বলেছেন। তাহলে এখন যদি আমি হুন্ডির মাধ্যমে লেনদেন করি বা হুন্ডিতে পাঠানো টাকা গ্রহণ করি তাহলে কি আমার গুনাহ হবে?? এটার জন্য কি আল্লাহর সামনে আমার জবাব দিতে হবে??
হুন্ডি দেশে আইনত নিষিদ্ধ এবং এর জন্য শাস্তিও রয়েছে। তবে এটা কোন ব্যাপার না, আমি আমার সেফ জোন থেকেই লেনদেন করবো। তবে আমার এক্সাক্টলি জানার বিষয় হচ্ছে এর জন্য কি আমার কোন গুনাহ হবে কিনা?? বা আল্লাহর কাছে জবাবের সম্মুখীন হতে হবে কিনা?? যেহেতু উস্তায আপনি বলেছেন হারাম বা নাজায়েজ হবে না, সেহেতু গুনাহ হওয়ার কথা না। তারপরও আমি এক্সাকটলি ক্লিয়ার ভাবে এটা জানতে চাচ্ছি। কারণ আমার আর্থিক রিজিকের একটা বড় অংশ এর মাধ্যমে আসে। যদি হারাম বা গুনাহের কাজ হয় তাহলে তো অবশ্যই এর থেকে বেঁচে থাকতে হবে।