আসসালামু আলাইকুম।
পিতামাতা যদি ছোট থেকে মারধর, বকা ঝকা করে সবসময়, তুচ্ছ কারণে বা অকারণে, অপমান করে, পড়াশোনায় ভালো রেজাল্ট করে তাও তার আগেই সেই নিয়ে মার বোকা দিয়ে মানসিক ভাবে অসুস্থ করে দেয়, এরকম কারণে বা কারণেও তারা যদি মার বকা দিয়েই যায়, সেরকম বাবা মায়ের প্রতি কিরূপ মনোভাব রাখা উচিত?
বাবা মা যদি নিজের parenting না জানে, সন্তান দের জীবন তো এমনি নষ্ট হয়, তার উপর সব দোষ সন্তানকে দিয়ে ক্রমাগত খোটা দেয়া, বাজে কথা শুনানো চলতেই থাকে, সন্তান সেসব কতক্ষণ চুপ করে সহ্য করতে পারে? Afterall সেও মানুষ, তার ও অনুভূতি আছে, আর সেই থেকে যদি রাগের মাথায় পিতামাতার বিরুদ্ধে উচ্চ স্বরে কথা বলেই ফেলে পরে বুঝতে পেরে আল্লাহর কাছে মাফ চাই সেইটা কি কবিরা গুনাহ হবে?
মেয়ের থেকে ছেলেকে বেশি প্রাধান্য দিলে, সব কিছুতে খোচা দিয়ে কথা বলা, দরকারি জিনিস দিতে না চাওয়া, এরকম নানা কারণে মানসিক অবস্থা এমনি একজনের কত বছর ঠিক থাকে? বাবা মায়ের প্রতি থার সম্মান অবশিষ্ট থাকে না ভালোবাসা? অথচ বছরের পর বছর এগুলো সহ্য করে যেতে হয়, কারণ সন্তানের যাওয়ার জায়গা নেই।
এরকম অবস্থায় বাবা মা পার্থিব কারণে অন্যায় করলে এর বিরোধিতা করা যাবে? নাকি সব শুধু সহ্যই করে যেতে হবে? মানসিক ভারসাম্য হারিয়ে গেলে সন্তান যদি অবাধ্য আচরণ বা উচ্চস্বরে কথা বলেই ফেলে সেক্ষেত্রে করণীয় কি? পিতামাতার সাথে সম্পর্ক ঠিক করা সম্ভব না, সে চেষ্টা অনেক আগে করে দেখা হয়েছে, পিতামাতা সেরকম না। তাদের নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক নেই, কিন্তু সন্তানকে বকা, মারা, গালি দেবার বেলায় একসাথে তেড়ে আসে। সেই সন্তান তখন কোথায় যাবে? সব আর কত কাল সহ্য করা যায়?
এগুলার ব্যাপারে আল্লাহর কাছে কি ভাবে প্রার্থনা করা যেতে পারে?