ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
প্রশ্নের বিবরণমতে আপনি কোর্টের মাধ্যমে নিজের উপর তালাক গ্রহণ করতে পারবেন।এবং তালাক গ্রহণের তিন মাস পর আপনি নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন।
التَّفْوِيضُ الْمُعَلَّقُ بِشَرْطٍ إمَّا أَنْ يَكُونَ مُطْلَقًا عَنْ الْوَقْتِ وَإِمَّا أَنْ يَكُونَ مُوَقَّتًا فَإِنْ كَانَ مُطْلَقًا بِأَنْ قَالَ إذَا قَدِمَ فُلَانٌ فَأَمْرُك بِيَدِك فَقَدِمَ فُلَانٌ فَأَمْرُهَا بِيَدِهَا إذَا عَلِمَتْ فِي مَجْلِسِهَا الَّذِي قَدِمَ فِيهِ
ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৯৬
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"যদি তার পরিবার কোনো যৌক্তিক কারনে তালাক দিতে চায় তাহলে সে তালাক দিতে পারবে, অথবা আমার কোনো অক্ষমতার কারনে সে তালাক দিতে পারবে।"
যেহেতু তার পরিবার তালাক চায়নি এবং আপনারও কোনো অক্ষমতা নাই, তাই স্ত্রী তালাকের অধীকার প্রাপ্তা হবে না। সুতরাং প্রশ্নের বিবরণ অনুযায়ী তালাক হবে না।