ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পূর্বে অনেক ফাতাওয়াতে আমরা উল্লেখ করেছি যে,মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে। বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/994
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো মুসলমান যুবক যুবতির জন্য পরিবারকে না জানিয়ে একাকি বিয়ে করা বা কোর্টমেরেজ করা কখনো কাম্য হতে পারে না। মাতাপিতার সন্তুষ্টি একটা সন্তানের ভবিষ্যতের জন্য অত্যান্ত জরুরী। মাতাপিতার সন্তুষ্টি জান্নাতের পথকে সুগম করে দেয়। তাই পরিবারকে সাথে নিয়েই বিয়ে করার কথা ছিলো। শরীয়তের একটি মাস'আলার অপব্যবহার কখনো কাম্য হতে পারে না। যাইহোক, যেহেতু বিয়ে হয়েই গেছে, তাই এখন ছেলের উপর ওয়াজিব হল, এখনই পরিবারকে অবগত করে ঘরে তুলে নেয়ার ব্যবস্থা করা।এভাবে চুরের মত দেখাসাক্ষাৎ কখনো কোনো বিয়ের উদ্দেশ্য হতে পারে না। মেয়ের মায়ের কথাতে যুক্তি রয়েছে। ছেলে যদি হারাম থেকে বাঁচতে চায়, তাহলে সে এখনই পরিবারকে অবগত করুক। যেভাবে হারাম থেকে বেঁচে থাকা ফরয ঠিক সেভাবে পরিবারকে অবগত করাও ফরযের সমতুল্য।