আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
67 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
১)কোটা সুবিধা নিয়ে চাকরি জায়েজ আছে কি??

২)আমার থেকে একজন আমার মায়ের নাম্বার চেয়েছিল, আমি তাকে আমার নিজের নাম্বার দিয়ে বলেছি এটা আমার মায়ের নাম্বার। এতে করে আমার মা বাবার বিচ্ছেদ হবে কি?
৩) হুরমতে মুসারাত ছাড়া সন্তানের দ্বারা আর কোন কারনে বাবা মায়ের কি বিচ্ছেদ হয় ইসলামে কি সতর্কতামুলক আর কোন কারন আছে?

1 Answer

0 votes
by (590,550 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَعَن جَابِرٍ رضي الله عنه : أَنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم، قَالَ: «اتَّقُوا الظُّلْمَ ؛ فَإنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ القِيَامَةِ . وَاتَّقُوا الشُّحَّ ؛ فَإِنَّ الشُّحَّ أهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ . حَمَلَهُمْ عَلَى أنْ سَفَكُوا دِمَاءهُمْ، وَاسْتَحَلُّوا مَحَارِمَهُمْ». رواه مسلم
জাবের রাদিয়াল্লাহু ’আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ’’তোমরা অত্যাচার করা থেকে বাঁচো, কেননা অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার স্বরূপ। (অর্থাৎ অত্যাচারী সেদিন আলো পাবে না)। আর তোমরা কৃপণতা থেকে দূরে থাকো। কেননা, কৃপণতা পূর্ববর্তী লোকেদেরকে ধ্বংস করেছে। এ কৃপণতা তাদেরকে নিজেদের রক্তপাত করার এবং হারামকে হালাল জানার প্রতি উদ্বুদ্ধ করেছে।’’[মুসলিম ২৫৭৮, আহমাদ ১৪০৫২]


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কৌটা সুবিধায় চাকুরী নেওয়ার পর যদি কেউ সঠিকভাবে তার দায়িত্বকে আঞ্জাম দিয়ে থাকে, তাহলে ঐ ব্যক্তির ইনকাম হারাম হবে না।তবে কৌটা পদ্ধতি রাখা কতটুকু যৌক্তিকতা ও শরয়ী বিধান সম্পর্কে জানতে নিকটস্থ দারুল ইফতায় যোগাযোগ করুন- বিস্তারিত-https://www.ifatwa.info/36

(২) আপনার কাছ থেকে কেউ একজন আপনার মায়ের নাম্বার চেয়েছে, আপনি তাকে আপনার নিজের নাম্বার দিয়ে বলেছেনন, এটা আপনারমর মায়ের নাম্বার। এতে করে আপনার মা বাবার বিচ্ছেদ হবে না।
(৩) হুরমতে মুসারাত ছাড়া সন্তানের দ্বারা আর কোন কারনে বাবা মায়ের বিচ্ছেদ হয়না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...