বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَعَن جَابِرٍ رضي الله عنه : أَنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم، قَالَ: «اتَّقُوا الظُّلْمَ ؛ فَإنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ القِيَامَةِ . وَاتَّقُوا الشُّحَّ ؛ فَإِنَّ الشُّحَّ أهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ . حَمَلَهُمْ عَلَى أنْ سَفَكُوا دِمَاءهُمْ، وَاسْتَحَلُّوا مَحَارِمَهُمْ». رواه مسلم
জাবের রাদিয়াল্লাহু ’আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ’’তোমরা অত্যাচার করা থেকে বাঁচো, কেননা অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার স্বরূপ। (অর্থাৎ অত্যাচারী সেদিন আলো পাবে না)। আর তোমরা কৃপণতা থেকে দূরে থাকো। কেননা, কৃপণতা পূর্ববর্তী লোকেদেরকে ধ্বংস করেছে। এ কৃপণতা তাদেরকে নিজেদের রক্তপাত করার এবং হারামকে হালাল জানার প্রতি উদ্বুদ্ধ করেছে।’’[মুসলিম ২৫৭৮, আহমাদ ১৪০৫২]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কৌটা সুবিধায় চাকুরী নেওয়ার পর যদি কেউ সঠিকভাবে তার দায়িত্বকে আঞ্জাম দিয়ে থাকে, তাহলে ঐ ব্যক্তির ইনকাম হারাম হবে না।তবে কৌটা পদ্ধতি রাখা কতটুকু যৌক্তিকতা ও শরয়ী বিধান সম্পর্কে জানতে নিকটস্থ দারুল ইফতায় যোগাযোগ করুন- বিস্তারিত-
https://www.ifatwa.info/36
(২) আপনার কাছ থেকে কেউ একজন আপনার মায়ের নাম্বার চেয়েছে, আপনি তাকে আপনার নিজের নাম্বার দিয়ে বলেছেনন, এটা আপনারমর মায়ের নাম্বার। এতে করে আপনার মা বাবার বিচ্ছেদ হবে না।
(৩) হুরমতে মুসারাত ছাড়া সন্তানের দ্বারা আর কোন কারনে বাবা মায়ের বিচ্ছেদ হয়না।