আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবারকাতুহ
১.উস্তাদ আমি জানতে চাই যে রাসুলগন -সাহাবী-তাবেই-তাবে তাবেইগন বিয়ের ক্ষেত্রে কি কি পদ্ধতি অবলম্বন করতেন?
২.সাহাবারা /মহিলা সাহাবারা কি বিয়ের আগে যাচাই বাচাইয়ের জন্য অনেকের (পাত্র বা পাত্রী) সাথে কথা বলতেন? সরাসরি কথা বলতে নাকি কারো মাধ্যমে?
৩.পাত্র বা পাত্রী বিয়ে করার সিদ্ধান্ত পুরোপুরি নেয়ার পর কি তারা মুখ দেখা দেখি করতেন নাকি তার আগেই মুখ মহিলা সাহাবারা দেখাতেন??
৪.সাহাবাদের দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম কোন পদ্ধতিতে অবলম্বন করা উত্তম বিয়ের ক্ষেত্রে অর্থাৎ বিয়ে করার মনস্থির করার পর কি চাহারা দেখাবো নাকি তার আগেই?
কারণ অনেকেই দেখা যায় বিয়ে করার ইচ্ছা থাকে না কিন্তু মেয়েদের এসে মুখ দেখে যায়, বিষয়টি আমার কাছে খুবই খারাপ লাগে। ***আমার ইচ্ছা আছে যার সাথে বিয়ে হবে তার সাথেই সরাসরি বা ফোনের মাধ্যমে কথা বলে বিয়ে করার সম্পূর্ণ মনস্থির করার পর চেহারা দেখাবো এক্ষেত্রে আপনার মতামত জানতে চাই ওস্তাদ