আসসালামু আলাইকুম।
ইরানের শিয়াদের নিয়ে আমাদের সমাজে কিছু মিথ্যা প্রচলিত আছে যে,তারা কোরআন ৬০ পারা বিশ্বাস করে বা আলীর কাছে নূব্যয়ত আসার কথা ছিল কিন্তু ভূলে আমদের নবী(সা:) উপর আসছে। তবে হ্যাঁ, তাদের কিছু বড় সমস্যা আছে, যেটা নিয়ে আমাদেরকে কথা বলতে দেখি না, সেটা হলো : তারা তাদের ইমামদেরকে বলে, হে হুসেন, আমার দেহ ও মনে সুস্থতা দান করুন ; বা হে ইমাম রেজা, আমাকে আপনার মাজার জিয়ারত করার তৌফিক দেন, এবং তারা মনে করে ইমামরা আমাদেরকে দেখতে পান ও গায়েব জানেন এবং আমরা যা মুখে বা মনে মনে বলি তা শুনতে পান। যেগুলা হচ্ছে স্পষ্ট শিরক। আমি কিছু শিয়ার সাথে কথা বলে জানতে পারি, তারা এভাবে বলে মুলত আল্লাহর কাছে চায়। তারা তাদের ইমামদেরকে এইভাবে বলে মূলত ; এই কথা আল্লাহকে বলার জন্য। তারা একটা আয়াতের অপব্যাখ্যা করে যে, আল্লাহ শহীদদেরকে মৃত বলতে নিষেধ করছেন,তারা জীবত ও আমাদের কথা শুনতে পায়। তাই ওরা এইভাবে ইমামদেরকে বলে।
এখন আমার মূল প্রশ্ন হচ্ছে, আমি মূলত ইউকেতে থাকি, আমি ইরানে গিয়ে ইরানের একটা মেয়েকে বিয়ে করতে চাই, যে মেয়েটা খুবই পর্দাশীল ও ভদ্র এবং তাকে আমি চার বছর ধরে চিনি। আমি ওর মত পর্দাশীল ও ইসলামিক রুলস ফলো করার মত মেয়ে আর দেখিনি। সে কোরআন বিকৃত বা আলী (রা:) কে নবী মানে না, এবং সাহাবাদেরকে ও গালিগালাজ করে না। কিন্তু ইমামদের ব্যাপারে উপরে আমি যেসব ভ্রান্ত আকিদাগুলোর কথা বলসি এমন সে বিশ্বাস করে। তাই এই বিষয় গুলো নিয়ে আমি চিন্তিত! সে ইরানের টপ ইউনিভার্সিটিতে কোরানিক সাইন্স নিয়ে পড়া শুনা করা একজন ছাএী অথচ এমন আকিদা পোষন করে!
উল্লেখ্য: আমি দেশে যদি বিয়ে করি, আমি এমন পর্দাশীল ও ভদ্র মেয়ে পাবো না কারন আমার ফ্যামিলির মানুষজন এত বেশী দ্বীনদার না। তারা সচারাচর বাংলাদেশী মুসলিমদের মত, পর্দার জ্ঞানটা কম, তাই আমাকে বেপর্দা কাউকেই বিয়ে করাবে।
আমার প্রশ্ন:
১. এই মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে বিষয়টা কি এমন হয়ে যাচ্ছে যে, আমি দুনিয়াকে প্রাধান্য দিলাম এবং এর জন্য কি আমি জাহান্নামে চলে যেতে পারি?
২. তারা কালিমার শেষে এক্সট্রা একটা কথা বলে আলিয়ুন ওয়ালিউল্লাহ। বিয়ের সময় আমি যদি ওদের মত বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আলিয়ুন ওয়ালি উল্লাহ, তাহলে কি আমার ঈমান চলে যাবে বা বিয়ে হতে কোনো সমস্যা হবে?
৩. কিংবা আমি এই এক্সট্রা কথাটা বললাম না, শুধু পাএী এটা বলবে। তাহলে কি বিয়ে হতে কোনো সমস্যা হবে?
৪. আমি মূলত, মেয়েটা পর্দাশীল ও ছেলেদের সাথে ফ্রী-মিক্সিং বিরোধীর কারনে ওকে বিয়ে করতে চাচ্ছি। যেটা বাংলাদেশি কাউকে করলে আমি পাবো না। এমত অবস্থায় আমার এই মেয়েকে বিয়ে করা কি উচিত হবে?
সত্যি বলতে, আমার মাথায় ধরে না; এমন পর্দাশীল ও কোরআন নিয়ে পড়ালেখা করা মেয়ের আকিদা এমন কেন! অথচ আমাদের দেশের বেপর্দা মেয়েদের আকিদা ঠিক।