আসসালামু আলাইকুম, আমার জামাই কেনায়া তালাকের ব্যাপারে জানতো না | বিয়ের পর থেকে কয়েকবার আমাকে শাসন করার সময় যে, কেনায়া তালাকের সাথে সম্পৃক্ত এরূপ বাক্য ব্যবহার করেছে | যেমন : " রকম করলে কিন্তু সংসার হবে না" , " তুমি সংশোধন না হলে তোমার আর আমার রাস্তা আলাদা হয়ে ", " হচ্ছে না আমাদের বনিবনা " , " হবে না আমাদের দ্বারা সংসার , টিকবে না এটা " --- এই ধরনের কথা গুলো | ইদানিং সময়ে আমি এই বিষয়টি জানার পরে , তাকে " তালাকের নিয়তের ব্যাপারে প্রশ্ন করলে সে বলে যে , " এভাবে যে তালাক হয় তা আমি তো জানতামই না | ঐ সময় তো আমার জিদ কাজ করতো তাই এগুলো বলতাম | আপাতত তোমাকে দূরে রাখতে চাইতাম | ভাবতাম যে, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নিবো | কিন্তু কখনো সরাসরি তালাকের কথা মাথায় আসে নি | বিষয়টি রেখে দিতাম, পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য | কিন্তু ঐ সময়টাতে প্রচন্ড জিদ কাজ করতো | ঐ সময়টাতে তোমাকে সহ্য হতো না | " ------- শায়েখ আমার জামাইয়ের এমন নিয়তের জন্য কি তালাকে বায়েন হবে ? নাকি বিয়ে বহাল আছে ? উল্লেখ্য , সে কেনায়া তালাকের ব্যাপারে না জানলেও , এটা জানতো যে, " মুখে তালাক উচ্চারণ করলে বা বললে তালাক হয়" | সে কখনো তালাক শব্দটা উচ্চারন করে নি |