আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
122 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আসসালামুয়ালাইকুম।

আমি খুব বিপদে আছি আমাকে সাহায্য করুন হুজুর। আমার স্বামী প্রবাসী সে দেশে এসেছে আমার সাথে কিছুদিন থাকার পর আমাকে বাবার বাড়িতে দিয়ে যায়। তারপর থেকে আমার কোনো খুজ খবর নেয়না আর অনেক ভুল কিছু কাজ করেছিল। সেজন্য আমার বাবা রাগ করে আমাকে আটক করে ফেলেছিলেন। অনেকদিন পর সে আসল আমার বাবার কাছে ক্ষমা চাইতে থাকল কিন্তু আমার বাবা রাগারাগী করে তাকে বের করে দিয়েছিলেন। তখন সে রাগে তার পরিবারকে গিয়ে বলল আমি আর ওকে রাখবোনা তুমরা সব ব্যবস্থা করো। তখন তার চাচা আর মামা তাকে নিয়ে কোর্টে যেতে চেয়েছিল তার আগে তারা কোর্টে উকিলের সাথে কথা বলেছিল। আমি জানিনা ঠিক কিভাবে কথা বলেছে বা কোনো পেপার লিখিয়ে ফেলেছিল নাকি। পরে তাদের সাথে আমার স্বামী আর যায়নি সে মত পাল্টে ফেলেছিল সে ছাড়বেনা। হুজুর আমার প্রশ্ন হচ্ছে তারা হয়তো উকিলের কাছে বলেছিল ডিভোর্স করাতে চায় বা উকিলকে হয়তো বলেছিল সব ব্যবস্থা করতে যাই বলে থাকুক তারা যে উকিলের সাথে কথা বলেছিল এতে কি কোনো সমস্যা হবে বা উকিল যদি কোনো কাগজ লিখেও ফেলে আমরা কেউই তো কোনো সাইন করিনি কোনো সমস্যা হবেনা তো হুজুর। আমার স্বামীকে এসব বিষয়ে জিজ্ঞাসা করতে ভয় করে সে এসব শুনলে রাগারাগী করে ভয়ে কিছু বলিনা। আমি এখন কি করব হুজুর।

1 Answer

0 votes
by (565,890 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

তালাক এটি খুবই মারাত্মক একটি শব্দ। নিকৃষ্ট হালাল বলা হয়েছে হাদীসে। 

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَبْغَضُ الْحَلاَلِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلاَقُ " .

কাসীর  ইবন  উবায়দ .......... ইবন  উমার  (রাঃ)  নবী  করীম  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  হতে  বর্ণনা  করেছেন যে,  আল্লাহ্  তা‘আলার  নিকট  নিকৃষ্টতম  হালাল বস্তু  হল  তালাক।

(আবূ দাউদ ২১৭৮, ইরওয়া ২০৪০, যইফ আবু দাউদ ৩৭৩-৩৭৪, আর-রাদ্দু আলাল বালীক ১১৩।) 

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ “

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, তিনি বিষয় এমন যে, ইচ্ছেকৃত করলে ইচ্ছেকৃত এবং ঠাট্টা করে করলেও ইচ্ছেকৃত বলে ধর্তব্য হয়। তা হল, তালাক, বিবাহ এবং তালাকে রেজয়ীপ্রাপ্তা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসা। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২০৩৯, সুনানে আবু দাউদ, হাদীস নং-২১৯৪}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,   
আপনার স্বামী হতে বক্তব্য না নেয়ার আগে উক্ত মাসয়ালায় চুড়ান্ত সিদ্ধান্তে পৌছা ঠিক হবেনা।
আপনার স্বামী যদি তালাক নামায় সাইন করে থাকে,বা মৌখিক ভাবে একা-একি বা কাহারো সামনে আপনাকে তালাক দেয়,সেক্ষেত্রে সাথে সাথে তালাক পতিত হয়ে যাবে।

এক্ষেত্রে শরীয়তের দৃষ্টিকোণ হতে আপনাদের কাহারো সাইন আবশ্যক নয়।

সুতরাং আপনার স্বামী হতে বক্তব্য নিলে এই মাসয়ালায় চুড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (6 points)
edited by
আসসালামুয়ালাইকুম হুজুর স্বামী শুধু তার পরিবারকে বলেছিল আমি ওকে ছেড়ে দেব তোমরা সব ব্যবস্থা করো। তার পরিবার বলেছিল তাহলে আমরা কোর্টে যোগাযোগ করি সে বলেছিল আচ্ছা। এতটুকুই বলেছিল। বাকি কাজ গুলো তার পরিবার করেছিল। তার পরিবার উকিলের কাছে কিছু বললে এবং উকিল যদি পেপার লিখেও থাকে কোনো সমস্যা হবেনা তো হুজুর। 
by (6 points)
প্লীজ হুজুর উত্তরটি দেন
by (565,890 points)
উক্ত বিবরণ মতে শুধু এতটুকু কাজের দরুন তালাক হবেনা।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...