আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
1,174 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (40 points)

 দারুল আমান লতে কি বোঝানো হয়?সেখানে কি শুধু জন্মসূত্রে মুসলিমরা নিরাপদ নাকি ইসলামও নিরাপদ? যদি পরিপূর্ণ ইসলাম নিরাপদ না হয় এবং বিশুদ্ধ তাওহিদের প্রতি আহ্বানকারীদের উপর নির্যাতন করা হয় তাহলেও কি সেটা দারুল আমান থাকব?

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
4339 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,দারুল ইসলাম ও দারুল হরব কাকে বলে?দারুল ইসলাম ও দারুল হরবের সংজ্ঞা বর্ণনায় ফুক্বাহায়ে কেরাম থেকে কিছুটা মতপার্থক্য হয়েছে। তবে প্রায় কাছাকাছি। 

ইমাম আবু হানীফা রহঃ দারুল ইসলাম ও দারুল হরবের সংজ্ঞা বর্ণনা করেনঃ
قَوْلِ أَبِي حَنِيفَةَ – رَحِمَهُ اللَّهُ – أَنَّ الْمَقْصُودَ مِنْ إضَافَةِ الدَّارِ إلَى الْإِسْلَامِ وَالْكُفْرِ لَيْسَ هُوَ عَيْنَ الْإِسْلَامِ وَالْكُفْرِ، وَإِنَّمَا الْمَقْصُودُ هُوَ الْأَمْنُ وَالْخَوْفُ.وَمَعْنَاهُ أَنَّ الْأَمَانَ إنْ كَانَ لِلْمُسْلِمِينَ فِيهَا عَلَى الْإِطْلَاقِ، وَالْخَوْفُ لِلْكَفَرَةِ عَلَى الْإِطْلَاقِ، فَهِيَ دَارُ الْإِسْلَامِ، وَإِنْ كَانَ الْأَمَانُ فِيهَا لِلْكَفَرَةِ عَلَى الْإِطْلَاقِ، وَالْخَوْفُ لِلْمُسْلِمِينَ عَلَى الْإِطْلَاقِ، فَهِيَ دَارُ الْكُفْرِ
ইমাম আবু হানিফা রাহ মনে করেন,দারুল ইসলাম এবং দারুল হারব এর অর্থ পুরোপুরি ইসলাম এবং কুফুর নয়।বরং এর অর্থ হল, যে দেশে মুসলমানরা স্বাভাবিকত নিরাপদ,আর কাফিররা আতংকিত,সেটাই দারুল ইসলাম।এবং যে দেশে স্বাভাবিকত কাফিররা নিরাপদ এবং মুসলমানরা আতংকিত,সেটাই দারুল কুফুর।{বাদায়েউস সানায়ে-৭/১৩১}

সাহাবাইন তথা ইমাম আবু ইউসুফ রহঃ এবং ইমাম মুহাম্মদ রহঃ দারুল ইসলাম ও দারুল কুফরের সংজ্ঞা বর্ণনা করেনঃ
وَقَالَ أَبُو يُوسُفَ وَمُحَمَّدٌ – رَحِمَهُمَا اللَّهُ: إنَّهَا تَصِيرُ دَارَ الْكُفْرِ بِظُهُورِ أَحْكَامِ الْكُفْرِ فِيهَا.(وَجْهُ) قَوْلِهِمَا أَنَّ قَوْلَنَا دَارُ الْإِسْلَامِ وَدَارُ الْكُفْرِ إضَافَةُ دَارٍ إلَى الْإِسْلَامِ وَإِلَى الْكُفْرِ، وَإِنَّمَا تُضَافُ الدَّارُ إلَى الْإِسْلَامِ أَوْ إلَى الْكُفْرِ لِظُهُورِ الْإِسْلَامِ أَوْ الْكُفْرِ فِيهَا،
যে দেশে কুফুরী বিধান প্রয়োগ হবে,সেটাই দারুল কুফুর।এবং যে দেশে ইসলামি বিধান প্রয়োগ হবে,সেটাই দারুল ইসলাম।{বাদায়েউস সানায়ে-৭/১৩১}

বর্তমান সময়ে সাহাবাইনের কথামত কোনো দারুল ইসলাম খুজে পাওয়া যাবে না।কেননা বর্তমানে পৃথিবীর কোথাও এমন কোনো দেশ নেই যেখানে পুরোপুরি ইসলামি আইন বাস্তবায়ন হচ্ছে।

তবে ইমাম আবু-হানিফা রাহ এর সংজ্ঞানুযায়ী দারুল ইসলাম পাওয়া সম্ভব। কেননা উনার ব্যখ্যা মত যেখানে মুসলমানগণ নিরাপদ,এবং কাফিররা আতংকিত তার নামই দারুল ইসলাম।যেমন,সৌদী আরব,আফগানিস্তান ইত্যাদি।এবং দারুল কুফুরও পাওয়া সম্ভব যেমন,ইসরাঈল,মায়ানমার ইত্যাদি।দারুল কুফুরকেই দারুল হারব বলা হয়।

দারুল আমান কাকে বলে?
যে সব দেশে মুসলমানগণ স্বীয় ধর্ম পালনে স্বাধীন।তবে কাফিররা আতংকিত নয়।এবং সে দেশে ইসলামি হুকুমত নেই।মুসলমান কাফির প্রায় সবাই সমান নিজ নিজ ধর্ম পালনে।তাকে দারুল আমান বলা হয়।বর্তমানে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই দারুল আমান।যেমন,বাংলাদেশ,পাকিস্তান ইত্যাদি।(বিস্তারিত রয়েছে-বিস্তারিত জানতে পড়–ন- ফাতাওয়া মাহমুদিয়া-২০/৩৫৪-৩৭৩)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু বাংলাদেশে সরাসরি ইসলাম বা মুসলমানদের উপর কোনো আঘাত করা হচ্ছে না,বরং বাহ্যিকভাবে সকল ধর্মকে সমানভাবে মূল্যায়ন করা হচ্ছে,তাই বাংলাদেশ দারুল আ'মান থেকে বের হয়ে দারুল কুফরে যাবে না।সুতরাং বাংলাদেশ দারুল আ'মানই থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...