হযরত আবুদ দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ.
কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৮।
رَحْمَة
[রহ্মাহ] শব্দের অর্থঃ দয়া,অনুগ্রহ,রহমত,আশীষ,অনুকম্পা,করুণা।
,
رُحْم
[রুহ্ম] শব্দের অর্থঃ
দয়া,অনুগ্রহ,রহমত,করুণা,স্নেহ,ভালবাসা।
,
رَحِمَ [س] (رَحْمَة ، رُحْم ، مَرْحَمَة)
[রহিমা] শব্দের অর্থঃ
দয়া করা,অনুগ্রহ করা,রহম করা,রহমত করা।
,
ترحمون তুরহামুন
এটি মুজারে' মজহুল, জুমা' মুযাক্কার হাজির এর ছীগাহ,অর্থঃ তোমাদের (পুরুষ দের) কে রহম,দয়া করা হচ্ছে বা হবে।
সুরা আ'রাফের ২০৪ নং আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَ اِذَا قُرِیٴَ الۡقُرۡاٰنُ فَاسۡتَمِعُوۡا لَہٗ وَ اَنۡصِتُوۡا لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ﴿۲۰۴﴾
আর যখন কুরআন পাঠ করা হয়, তখন তা মনোযোগ দিয়ে শোন এবং চুপ থাক, যাতে তোমরা রহমত লাভ কর।
,
সুরা আল ইমরানের ১৩২ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَ اَطِیۡعُوا اللّٰہَ وَ الرَّسُوۡلَ لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ﴿۱۳۲﴾ۚ
আর তোমরা আনুগত্য কর আল্লাহ ও রাসূলের, যাতে তোমাদেরকে দয়া করা হয়।
,
সুরা আনআমের ১৫৫ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَ ہٰذَا کِتٰبٌ اَنۡزَلۡنٰہُ مُبٰرَکٌ فَاتَّبِعُوۡہُ وَ اتَّقُوۡا لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ﴿۱۵۵﴾ۙ
আর এটি কিতাব- যা আমি নাযিল করেছি- বরকতময়। সুতরাং তোমরা তার অনুসরণ কর এবং তাকওয়া অবলম্বন কর, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও।
,