স্ত্রী তার বড়বোন এবং দুলাভাইয়ের গাড়িতে করে মার্কেটে যাওয়ার জন্য স্বামীর কাছে অনুমিত চাইলে স্বামী নিষেধ করলেন। তারপর স্ত্রী রাগ করে তার স্বামীকে বললেন, সিএনজি, বাস,টমটম ইত্যাদি ড্রাইভারদের গাড়িতে যাই তখন কি হয়? উদাহরণ দেওয়া কি ঠিক হল, এভাবেে যাতায়াত করা ঠিক? ইসলামী শরীয়া কি বলে।