ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা-মায়েদা-২) গোনাহের কাজে সহযোগিতা করার বিধান সম্পর্কে জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/92143
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) নারী বা মিউজিক যুক্ত ফটো বা ভিডিও যুক্ত করে এড দেওয়া কখনো জায়েয হবে না। এবং ইনকামও জায়েয হবে না।পরিপূর্ণ ইনকাম হারাম হিসেবে বিবেচিত হবে।
(২) নারী বা মিউজিক যুক্ত করা লাগবে, সেই জন্য ৫০ ডলার এর জায়গায় ৪০ ডলার নিলেও উক্ত ইনকাম জায়েয হবে না। কেননা ভিডিও মিউজিক নাজায়েয, সেটা জানা সত্বেও ফটো ভিডিও ও মিউজিক সহকারে এড দিয়ে সরাসরি গোনাহের কাজকে সম্পাদন করা হচ্ছে।