আসসালামু আলাইকুম,
আমি এক জায়গায় অনলাইনে তাদের পেইজের মডারেটর এর কাজ করি। তারা আমাকে বিকাশে টাকা পরিশোধ করবে বলেছেন? এর বেশী কিছু আমাকে বলে নাই, আমিও জিজ্ঞাসা করিনি।
এখন বেতন দেওয়ার সময় বলতেছে আমাকে টাকা তোলার খরচ দিবেনা। আমাকে মার্চেন্ট একাউন্ট নাম্বার দিতে বলে, তাতে করে উনাদের কোন খরচ লাগবে না। আমার নিজের কোন মার্চেন্টস একাউন্ট নাই, এলাকার বিকাশ এজেন্টের টা দিলে পরে উনারা টাকাটা পাঠান। এতে উনাদের কোন অতিরিক্ত টাকা কাটেনি। তবে দোকান থেকে ক্যাশ-আউট করতে গেলে আমাকে খরচ দিয়েই উঠাতে হবে।
আমার যেটা বেতন, সেটা পরিপুর্ন পেতে আমার নিজের মার্চেন্ট একাউন্ট লাগবে, তারপর ও আমি কখনই সেটা ক্যাশ আউট করতে পারব না। যখনই সেটা করব, আমার থেকে চার্জ কাটবে, যেটা আমার থেকেই কাটবে। আর দোকানেরটা দিলে তো ক্যাশ আউট করতেই হবে।
এমতাবস্থায় আমার প্রশ্ন হল, ইসলামিক আইন অনুসারে আমি কি আমার হক থেকে বঞ্চিত হচ্ছি না? এই খরচ টা কি আমার একাউন্ট থেকে কাটাটাই ঠিক হচ্ছে? নাকি আমি খরচ সহ টাকা পাওয়ার দাবীদার?