১ বছর ৬ মাস আগে আমি একটি মিডিয়া ইন্ডাস্ট্রি তে কাজ করেছিলাম। সেখানে সাউন্ড ইন্জিনিয়ার হিসেবেও ছিলাম আবার মিউজিক কম্পোজার হিসেবে ছিলাম। তখন আমার ইমান বলতে গেলে ছিল না কারণ তখন ইসলামিক অনেক জিনিসকে আমি বিশ্বাস করতাম না। সেটার কারণে আমি ওই মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবরকম কাজ করতাম। যেমন খ্রিশটান দের গানের কাজ তৈরি করতাম। হিন্দুদের গানের কাজ করতাম, তাদের কুফুরি শিরকি গানের জন্য মিউজিক তৈরি করে দিতাম। আবার অনেক হিন্দু ও খ্রিষ্টান দের কুফর শিরকি বিজ্ঞাপন ও তৈরি করেছি। তারা আমাকে বিভিন্ন বিজ্ঞাপন এর কথা রেকর্ড করার জন্য টাকা দিতো আমি সেটা মাইক্রোফোন এ রেকর্ড করে তাদের কাছে পাঠাতাম, আর তারা সেটা তাদের ইউটিউব এ ছারতো। এখন বলে রাখি যে বিজ্ঞাপন এর কাজ আমি মুখ দিয়ে উচ্চারণ করেছিলাম সেই বিজ্ঞাপনে তাদের দেব দেবীর নাম ছিল, তাদের ধর্মের বিষয় অনেক কথা ছিল যেটা একজন মুমিন বান্দা মুখ দিয়ে উচ্চারণ করলে সে সাথে সাথে ইমান হারিয়ে ফেলবে। তো যখন আমি হেদায়েত পায় আমি আমার ভুল বুঝতে পারি এবং কালিমা শাহাদাত পরে আমি আমার ইমান নবায়ন করেছি। এবং আল্লাহর কাছে এ বিষয়ে ক্ষমা চেয়েছি যে এই কাজ আমি আর কোনোদিনও করবো না যদিও আমাকে মেরে ফেলাও হয়। আমি সাথে সাথে সেই মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে চাকরি ছেড়ে দিই এবং লোকাল মার্কেটে একটা ছোটো খাটো ব্যাবসা করি। কিন্তু এখনও মিউজিক এর কাজ টুকটাক করি তবে ফ্রিল্যান্সিং ভাবে (খালি মিউজিক তৈরি করে অনলাইনে বিক্রি করি তাছাড়া আর কোনো কাজ করি না, আমি জানি আমার ইনকাম হারাম হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাষ করেন হুজুর এই হারাম ব্যবসা আমি তাড়াতাড়ি ছেড়ে দিবো)। কিন্তু ইমান হারানো মতো কাজ আর করিও না আমি এখন অনেক সতর্ক। তো ১ বছর ৬ মাস বছর পার হয়ে গেছে সেখান থেকে চাকরি ছেড়ে দিয়েছি। তো আজকে সকালে ইউটিউব ঘাটতে ঘাটতে আমি আমার ১ বছর ৬ মাস আগের রেখে যাওয়া আমার বলা শিরক কুফুরি বিজ্ঞাপন এর কাজ এবং গানের কাজ খুঁজে পায়। এবং এটা দেখার পর আমি অনেক ভয় পেয়ে যায় কারণ আমি এই বিজ্ঞাপন গুলা ইউটিউব থেকে ডিলেট করতে পারি নি। ডিলেট করতে গেলে তাদের কে হয়তো ক্ষতিপূরণের টাকা দেওয়া লাগবে যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না।
আমার প্রশ্ন হচ্ছে
আমি কালিমা শাহাদত পরে ইমান নবায়ন করে আল্লাহর কাছে কান্নাকাটি করে পিছনের এই সমস্ত কাজের জন্য ক্ষমা চেয়েছি । কিন্তু আমার রেখে যাওয়া শিরক কুফুরি কাজ ইন্টারনেটে থেকে গেছে । এবং আমি এখনও মিউজিক এর কাজ করি কিন্তু কুফুরি কাজ আর করি না। আমার কি কালিমা শাহাদাত কবুল হয়েছে? আমি এখনও কি মুসলিম আছি?
এর আগে বলে রাখি আমি যখন সেখান থেকে চাকরি ছেড়ে দি এবং কালিমা শাহাদাত পরি এবং নিয়মিত নামাজ পরা শুরু করি আমি স্বপ্নে অনেক সুন্দর সুন্দর মসজিদ দেখতাম, মসজিদে প্রবেশ করতে দেখতাম নিজেকে নামাজ পরার জন্য অজু করতে দেখেছি , এখনও মাঝেমধ্যে সপ্নে মসজিদ দেখি। এর আগে এভাবে কনো দিন মসজিদ দেখেছি বলে মনে হয় না।