আসসালামু আলাইকুম। একটা কাজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করব বলে নিয়ত করেছি। আবার সেই কাজটা আমার করতে অনেক মজাও লাগে। এখন এই আমলের মধ্যে এরূপ নফসের আনন্দ ঢুকে গেলে কি আমি সাওয়াব পাব না, বা আমার গুনাহ হবে? যেমন ধরেন আমি ঠিক করলাম একটা সাইট বানাবো মানুষকে প্রযুক্তি বিষয়ে সাহায্য করার জন্য। এখন এই কাজটা আমি সাওয়াবের জন্য করতে চাই, আবার পাশাপাশি প্রযুক্তির কাজ করতে আমার অনেক ভালোও লাগে। এভাবে কি সাওয়াব পাব, বা গুনাহ হবে? কিংবা ধরেন আমি ফেসবুকে একটা পোস্ট লিখলাম আল্লাহর সন্তুষ্টির জন্য সাওয়াবের আশায়। কিন্তু পরে মানুষের লাইক, কমেন্ট পেয়ে আমি আনন্দিত হলাম। তো এক্ষেত্রে কি আমার সাওয়াব হবে না, কিংবা আমি গুনাহগার হব?