আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি কোন হুজুর থেকে তালাক এর মাসালা জানার জন্য প্রশ্ন করছি তিনি উত্তরটা দিল উত্তরটার মধ্যে উনি বলল যে এভাবে এভাবে বললে শর্ত যুক্ত তালাক হয়ে হয়ে যায় এবং সেটা দেখে দেখে অধ্যায়ন বা পড়ার সময় স্ত্রীর কথা স্মরণে আসে সে ক্ষেত্রে কি কোন প্রকারের সমস্যা হবে। কারণ আমি হুজুরের দেওয়া উত্তরটা পড়ছিলাম। এমতাবস্থায় হুজুরের দেওয়া উত্তরটা দেখে দেখে পড়ার সময় আমার স্ত্রীর কথা আমার স্মরণ এসে যায় এবং আমি ওই কথাগুলো হুজুর যে শর্ত যুক্ত তালাকের কথা বলেছে সেগুলো আমি উত্তর দেখে দেখে উচ্চারণ করে পড়ি। আপনাকে সবই বললাম যেহেতু এখানে উত্তর বা মাসআলা পড়ছিলাম কিন্তু পড়ছিলাম কিছু একটা তালাক বিষয় কিন্তু স্ত্রীর কথা পড়ার সময় হঠাৎ করে মনের মধ্যে চলে আসে। কোন সমস্যা হবে এতে আমাদের সম্পর্কের মধ্যে। আর কেউ যদি হুজুর এখনো বিবাহ করেনি কিন্তু সে কোন হুজুরের কাছ থেকে উত্তর নিয়ে এমন প্রশ্নের উত্তর পড়ছিল বা মাসালা পড়ছিল আমার মতই সে ক্ষেত্রেও কি তার হবু স্ত্রীর সাথে এক কথায় কোন সমস্যা হবে কিনা বিয়ে করলে??
যেহেতু এখানে স্পষ্ট সেটা অধ্যায়ন বা পড়তে ছিল কোন মাসআলা হুজুর থেকে জেনে সেই উত্তরটা দেখে দেখে বা এমনি যেসব মাসালা থাকে তালাক সম্পর্কিত সেগুলো মুখ দিয়ে উচ্চারণ করে পড়ার সময় হবু স্ত্রী বা বিবাহ করা স্ত্রীর কথা স্মরণ আসে তালাক হবে বা কোন সমস্যা হবে কি??
এখানে কিন্তু হুজুর আমি বললাম আমি পড়ার সময় স্ত্রীর কথা মনে আসে এই ক্ষেত্রে মনে আসার পরে কথাগুলা যদি বলি কোন সমস্যা হবে এখানে কিন্তু হুজুর আমি কিন্তু ইচ্ছা করে স্ত্রীর কথা মনে করে কোন কিছু বলিনি। কোন হুজুরের উত্তর দেখে বা মাসালা পড়ার সময় এমনভাবে স্ত্রীর কথা মনে আসলে সমস্যা হবে না তো কোন।
আমাকে উত্তর গুলো দিবেন একটু চিন্তায় আছি এগুলা নিয়ে।