আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
107 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
হযরত,স্বামী ও স্ত্রীর মাঝে কথা হচ্ছিলো,স্বামী বলে, "রাইস কুকারেও ডিম ভাজি করা যায়।"

স্ত্রীঃ "রাইস কুকারে ডিম ভাজি ব্যাচেলররা করে।"

স্বামীঃ "তুমি তো সিংগেল বা ব্যাচেলর। তুমি কি কাপল নাকি?"

স্ত্রী এক্ষেত্রে রাগ করে যে কেন এটা বলল,এটা বলে ডিভোর্স হয়। স্বামী আবারও বলে, "তুমি সিংগেল"। কি  হইসে এটা বললে,কিভাবে এতে তালাক হয়!

এটা কোনো তালাকের চিন্তা করে বলা নয় মোটেও।  আমার স্ত্রী বলল,"তুমি এক" এমন কথার দ্বারা নাকি ডিভোর্স হয়ে যায়। তাই শিউর হতে প্রশ্নটি করছি।

উক্ত ঘটনায় কি আমাদের ডিভোর্স হয়ে গেছে?এটা আমার প্রথম প্রশ্ন এই ওয়েবসাইটে। আশা করি সদুত্তর পাবো ইং শা আল্লহ।

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পরিস্থিতি ও প্রেক্ষাপট তিন প্রকারঃ যথাঃ- 
والأحوال ثلاثة (حالة) الرضا (وحالة) مذاكرة الطلاق بأن تسأل هي طلاقها أو غيرها يسأل طلاقها (وحالة) الغضب
পরিবেশ ও পরিস্থিতি তিন প্রকার।(১) হালতে রেযা- খুশির হালত(২) তালাকের শব্দাবলী উচ্ছারণের হালত(৩) রাগান্বিত অবস্থা।

(১) হালতে রেযা বা খুশির প্রেক্ষাপট 
ففي حالة الرضا لا يقع الطلاق في الألفاظ كلها إلا بالنية والقول قول الزوج في ترك النية مع اليمين -
খশির হালতে নিয়ত ব্যতীত কেনায়া শব্দাবলী দ্বারা তালাক পতিত হবে না।নিয়ত না থাকার বিষয়ে স্বামীর কথাই কসমের সাথে গ্রহণযোগ্য। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 1049 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"স্বামীঃ "তুমি তো সিংগেল বা ব্যাচেলর। তুমি কি কাপল নাকি?"
স্ত্রী এক্ষেত্রে রাগ করে যে কেন এটা বলল,এটা বলে ডিভোর্স হয়। স্বামী আবারও বলে, "তুমি সিংগেল"। কি হইসে এটা বললে,কিভাবে এতে তালাক হয়!"

যেহেতু এখানে স্বামীর তালাকের নিয়ত নাই, তাই এইসব কথা দ্বারা তালাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...