ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পরিস্থিতি ও প্রেক্ষাপট তিন প্রকারঃ যথাঃ-
والأحوال ثلاثة (حالة) الرضا (وحالة) مذاكرة الطلاق بأن تسأل هي طلاقها أو غيرها يسأل طلاقها (وحالة) الغضب
পরিবেশ ও পরিস্থিতি তিন প্রকার।(১) হালতে রেযা- খুশির হালত(২) তালাকের শব্দাবলী উচ্ছারণের হালত(৩) রাগান্বিত অবস্থা।
(১) হালতে রেযা বা খুশির প্রেক্ষাপট
ففي حالة الرضا لا يقع الطلاق في الألفاظ كلها إلا بالنية والقول قول الزوج في ترك النية مع اليمين -
খশির হালতে নিয়ত ব্যতীত কেনায়া শব্দাবলী দ্বারা তালাক পতিত হবে না।নিয়ত না থাকার বিষয়ে স্বামীর কথাই কসমের সাথে গ্রহণযোগ্য। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
1049
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"স্বামীঃ "তুমি তো সিংগেল বা ব্যাচেলর। তুমি কি কাপল নাকি?"
স্ত্রী এক্ষেত্রে রাগ করে যে কেন এটা বলল,এটা বলে ডিভোর্স হয়। স্বামী আবারও বলে, "তুমি সিংগেল"। কি হইসে এটা বললে,কিভাবে এতে তালাক হয়!"
যেহেতু এখানে স্বামীর তালাকের নিয়ত নাই, তাই এইসব কথা দ্বারা তালাক হবে না।