আসসালামু 'আলাইকুম
আমেরিকার এক ক্লায়েন্ট একটা কাজ দিতে চাচ্ছে ওয়েবসাইট/অ্যাপ ডেভেলপ করার!
এটা মুলত মানি এক্সচেইঞ্জ অ্যাপের মতো।
ইউজাররা ক্রিপ্টোকারেন্সি(বিটকয়েন,লাইটকয়েন,ডগিকয়েন ইত্যাদি), ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে অ্যাপে পেমেন্ট করবে এবং যে লোকাল পেমেন্ট মেথডে ইউজার টাকা নিতে চান তার ডিটেইলসও অ্যাপে দিবে!
অ্যাপের মালিক ক্রিপ্টোকারেন্সিতে/কার্ডে টাকা পেয়েছে এমন কনফার্ম হলে ঐ ইউজারকে তার দেওয়া লোকাল পেমেন্ট মেথডে পেমেন্ট করে দিবে। এক্ষেত্রে "হয়তওবা" সমসাময়িক এক্সচেঞ্জ রেটের চেয়ে একটু কম রেটে ইউজারকে পেমেন্ট দিয়ে ব্যাবসা করতে পারে। কিংবা কিছু ফি ও রাখতে পারে।
এমন অ্যাপ+ওয়েবসাইট বানিয়ে দেওয়া আমার জন্য কি জায়েজ হবে?