ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
‘আল-মাওসুআ আল-ফিকহিয়্যা’-তে (১৯/৩৯) এসেছে: “সন্তান কর্তৃক পিতামাতার সেবা করা কিংবা পিতা কর্তৃক সন্তানকে কাজে লাগানো কোন মতানৈক্য ছাড়া জায়েয। বরং তা শরিয়ত কর্তৃক আদেশকৃত সদাচরণের অন্তর্ভুক্ত। যদি প্রয়োজন হয় তাহলে সন্তানের উপর পিতামাতার সেবা করা কিংবা অন্যকে দিয়ে সেবা করানো ওয়াজিব হয়ে যায়। এ কারণে সন্তানের জন্য এ সেবার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা নাজায়েয। কেননা এটি তার উপর প্রাপ্য অধিকার। যে ব্যক্তি কারো প্রাপ্য অধিকার তাকে প্রদান করে তার জন্য এর বিনিময়ে পারিশ্রমিক নেয়া জায়েয নয়।”[সমাপ্ত]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার দাদার তিন ছেলে। তিন ছেলের উপরই বাবার খেদমত করা, দেখাশোনা করা সমানভাবে ওয়াজিব। চাচাদের মত আপনাদের বাবাও বিদেশে রয়েছেন, তাই উনি যদি মাসিকহারে কিছু টাকা দিয়ে দেন, এবং অপর দুই ভাইয়ের পরিবার আপনার দাদার দেখাশোনা করতে রাজী হয়ে যায়, তাহলে আপনার বাবার হক আদায় হয়ে যাবে। অথবা আপনারা বৎসরের তিন ভাগের এক ভাগ সময় সেবা করার চেষ্টা করবেন। যদি আপনারা নিজে না পারেন, তাহলে কোনো মানুষ দিয়ে সেবা করানোর চেষ্টা করবেন।