বিসমিহি তা'আলা
জবাবঃ-
পুরুষ মহিলাদের শিক্ষা ব্যবস্থা পৃথক পৃথক হওয়াটাই মূলত ইসলামের মৌলিক বিধান।কিন্তু যেহেতু আমাদের দেশে সেই ব্যবস্থা কার্যকরী নয়, এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্টানেও ভিন্ন কারণে পৃথক ব্যবস্থাকে চাল করা যাচ্ছে না।তাই যতদিন না পৃথক শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে,ততদিন পর্যন্ত প্রচলিত সহশিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ বৈধ রয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-434
পুরুষ কর্তৃক নারীকে দেখা, এবং নারী কর্তৃক পুরুষকে দেখার বিধান যদিও সমান নয়,তথাপি ফিতনার আশংকা থাকলে উভয়ের বিধান সমান তথা হারাম হবে।সুতরাং যেভাবে একজন পুরুষের জন্য নারীকে দেখা হারাম হয় ঠিকসেভাবে একজন নারীর জন্য পুরুষকে দেখাও হারাম হবে।
হ্যা ফিতনার আশংকা না থাকলে শিক্ষার জরুরতে ইস্তেগফারের সাথে নারীদের জন্য পুরুষ শিক্ষককে দেখা জায়েয রয়েছে।
পুরুষ শিক্ষকের নিকট শিক্ষা গ্রহণ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-586
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
`````````````````
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ