আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+2 votes
89 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (24 points)
اَلسَّلاَمْ عَلَيْـــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ


আমি আজ খুব ই অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। শেষরাতে তাহাজ্জুদের জন্য এলার্ম দিয়েছিলাম।  কিন্তু উঠিনি আলসি করে। এরপর স্বপ্নে দেখি,,,,,, দাজ্জাল চলে এসেছে৷ সে কোনো এক জায়গায় অফিসিয়াল ভাবে কোনো মন্ত্রির পদে ভূষিত হচ্ছে।  এই সময় আমি এবং আমার পরিবার বুঝে নিয়েছি যে সে দাজ্জাল। কিন্তু সবাই চিনেনি। সবাই যেন পশ্চিমা দেশের মত তাকে চিনতে পারেনি। আমার মনে হচ্ছিল যে আল্লাহ আমাকে তার চোখ দেখিয়েছে। এরপর স্বপ্নের মধ্যেও কিছু জিনিস ঘটে যেগুলো আমার কাছে তখন মনে হচ্ছিল যেন আল্লাহ আমাদের প্রমাণ পাঠাচ্ছে যে সে দাজ্জাল। দেখি সে আমাদের রুম এ এসে আমাদের দাওয়াত দিচ্ছে।  সে জানে না যে আমরা জানি যে সে দাজ্জাল।  তার মাতৃভাষা অন্য কিছু ছিলো। স্প্যানিশ বা ইতালিও এমন। তো সে একটা কাগজে তার চোখ আমাকে দেয়। এবং কি কি বলে দাওয়াত দেয় আমাদের। হঠাৎ জানালায় শব্দ।  জানালা খুলে দিলে দেখি এক ঝাক পাখি এসে তাকে জোড় করে নিয়ে যায়। আর আমার কাছে সেই চোখটা থেকে যায়। সেটা আমি যাচাই করে দেখি যে আমাকে যেই চোখ আল্লাহ দেখিয়েছিলেন (স্বপ্নে মনে হচ্ছিল এমন ই) এটাই সেই চোখ। আর সেটা আসলে চোখ ছিলো না। চুল দিয়ে চোখের মত করে রাখা। যায় হোক। এরপর আমি ওগুলো লুকায়। কেমন জানি একটা যুদ্ধ যুদ্ধ ভাব। নবিজি (সা:) এর কথা মনে পড়ছিলো। এমন ভাবে কিছু এলোমেলো জিনিস দেখি। এরপর আমার কাযা নামাজ রোজা নিয়ে ফিকির করতে করতে ঘুম ভেংগে যায়। উঠে দেখি ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে।


বাস্তব জীবনে আমি দাজ্জাল নিয়ে ভাবি না৷ কোনো ভিডিও সামনে আসলেও এড়িয়ে চলি। কারণ এটা নিয়ে অনেক ফিতনা হয়।

1 Answer

0 votes
by (590,550 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
স্বপ্ন ও তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মুহাম্মাদ ইবনে সীরিন রহ. বলেছেন :
 الرؤيا ثلاث : حديث النفس ، وتخويف الشيطان ، وبشرى من الله . (رواه البخاري في التعبير) 
স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। মনের কল্পনা ও অভিজ্ঞতা। শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রণা ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। (বর্ণনায় : বুখারি)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
দাজ্জাল অকল্যাণের আতুড়ঘর। তাই আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। গোনাহ থেকে তাওবাহ করতে হবে  এবং সাধ্যানুযায়ী দান সদকাহ করতে হবে।

- (دجال)  هو في المنام سلطان مخادع جائر لا يفي بما يقول وله أتباع أردياء وخروج الدجال   في المنام على تسلط العدو وانتشاره في الأرض ما يظهر منه السفك والفساد والفتنة وإن كان الرائي مسافراً قطع عليه الطريق ويدل على فتح مدينة من مدائن الكفر وتدل رؤيته على السحر والكذب وعلى العاهة لمن صحبه في المنام أو انتقل في صفته وظهور الدجال   في المنام وربما دل على صلاح حال اليهود ليهلكهم الله بعد صالح دعائهم (تعطير الأنام في تعبير المنام ص:١١٧)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...