আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
103 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (49 points)

আসসালামু আলাইকুম 
 

১)ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহর লেখা সমকালীন প্রকাশনীর  খুশু খুজ  বইটি কেমন?  এটা তে অনেক কথা আছে যেটার ক্ষেত্রে আমাদের আকিদা কেমন হবে?  যেমন আল্লাহ সূরা ফাতিহার উত্তর দিচ্ছেন। 

এই বইটি ভালো না হলে অন্য কোন বইটি ভালো আছে যেটা সালাতে খুশু খুজু বজায় রাখতে কার্যকর হবে?


 

২) অনলাইন কিংবা অফলাইনে অর্থ উপার্জন করার ক্ষেত্রে মাসাআাইল সংক্রান্ত দলিলযুক্ত/বোঝানো আছে  যে কেন এ পন্থায় অর্থ উপার্জন  হালাল বা হারাম এরকম কোন ভালো বই আছে? 

 

৩) রাহিকুল মাখতুম কোন প্রকাশনীর বই সহজে বোধগম্য?  যেকোনো প্রকাশনীর টা কি ক্রয় করা যাবে? সব প্রকাশনীর তে কি সেম লেখা থাকে যেহেতু একেক প্রকাশনীর পৃষ্ঠায় তারতম্য আছে। 


 

জাজাকাল্লাহু খাইরান

1 Answer

0 votes
by (573,570 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
খুশুখুজু সহকারে নামাজ পড়তে হবে।

সুরা বাকারার ২৩৮ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

وَ قُوۡمُوۡا لِلّٰهِ قٰنِتِیۡنَ ﴿۲۳۸﴾
এবং তোমরা আল্লাহর সামনে বিনীতভাবে দন্ডায়মান হও।

হাদীস শরীফে এসেছে, হযরত আয়েশা রাঃ বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে জিজ্ঞাসা করেছি যে, নামাজে এদিক সেদিক তাকানোর ব্যাপারে আপনি কী বলেন? জবাবে তিনি বলেছেন,

عن عائشة أم المؤمنين قالت سَأَلْتُ رَسولَ اللَّهِ ﷺ عَنِ الِالْتِفاتِ في الصَّلاة  فَقالَ هو اخْتِلاسٌ يَخْتَلِسُهُ الشَّيْطانُ مِن صَلاةِ العَبْدِ

অর্থাৎ এটা হলো শয়তানের ছোঁ মারা, যা দ্বারা শয়তান আল্লাহর বান্দাদেরকে নামাজ থেকে গাফেল ও উদাসীন করে ফেলে।
 (বুখারী হাদিস-৭৫১)

রাসূলুল্লাহ (সা:) একথাও বলেছেন যে, “যখন তোমাদের মাঝে কোন ব্যক্তি নামাজের জন্য দাঁড়ায় তবে সে যেন সর্বাত্মকভাবে আল্লাহর দিকে অনুপ্রাণিত থাকে, নিবিষ্ট থাকে, এমনিভাবেই যেন নামাজ শেষ করে এবং নামাজে মুখ ফিরিয়ে এদিক-সেদিক তাকিয়ো না। কেননা, যতক্ষণ তোমরা নামাজে রত থাক, ততক্ষণ তোমরা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছ।” (কানজুল উম্মাল : ৪ খ: ১০৮ পৃ:)

সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নবীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সাতটি (অঙ্গের) ওপর সিজদা করে এবং নামাজে চুল বা কাপড় না গুটায়। -সুনানে আবু দাউদ: ২/১৪

নির্ভরযোগ্য বর্ণনায় এসেছে, বিখ্যাত তাবেয়ি মুজাহিদ (রহ.) বলেন, হজরত আবু বকর সিদ্দিক (রা.) ও হজরত আবদুল্লাহ ইবনে যুবাইর (রা.) যখন নামাজে দাঁড়াতেন তখন মনে হত একটি কাঠ মাটিতে গেড়ে দেওয়া হয়েছে। -মুসান্নাফ ইবনে আবি শাইবা: ৭৩২২

প্রখ্যাত তাবেয়ি আমাশ (রহ.) থেকে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত, তিনি বলেন, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) যখন নামাজে দাঁড়াতেন তাকে দেখে মনে হত যেন একটি পড়ে থাকা কাপড়। -মুসান্নাফ আবদুর রাজ্জাক: ৩৩০৩।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
উক্ত বইটি আলহামদুলিল্লাহ অনেক ভালো,পড়তে পারেন। কোনো সমস্যা নেই।

নামাজে খুশুখুজুর উপায়,সালাতে খুশুখুজুর উপায়,এই বইও পড়তে পারেন।
তবে নিজ মাযহাব বিরোধী কোনো মাসয়ালা থাকলে সেটির অনুসরণ করা যাবেনা।

(০২)
প্রশ্নটি অস্পষ্ট। 
কমেন্ট বক্সে স্পষ্ট করলে জবাব প্রদানে সুবিধা হতো,জাযাকাল্লাহ। 

(০৩)
আমার জানা মতে যেকোনো প্রকাশনীর টা ক্রয় করা যাবে।

বাংলা ভাষায় হওয়ায় সবই সহজে বোধগম্য,আলহামদুলিল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (49 points)
edited by

আসসালামু আলাইকুম 


আমি ইসলামে হালাল হারাম পথে অর্থ উপার্জনের মূলনীতি উপনীতি এর উপর বিস্তারিত লেখা বইয়ের নাম জানতে চাচ্ছি? যেমন: অনলাইন বা অফলাইনে বিভিন্ন ধরনের অর্থ উপার্জনের পথ আছে যেমন: ডাক্তার, ব্যবসায়ী, আইনজীবী, ফ্রিল্যান্সার ইত্যাদি। আর ফ্রিল্যান্সিং এও অনেক ধরনের কাজ আছে। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেক ধরনের কাজ করেও অর্থ উপার্জনের পথ বের হচ্ছে। এখন একেক পেশা একেক রকম হয়। তাই সকল পেশা নিয়ে দলিল/ব্যাখাসহ মাসআইল আছে এমন কোন বইয়ের নাম থাকলে বলেন। একইসাথে গুনাহের ব্যাপার টাও যেন বইয়ে লেখা থাকে। যেমন: ব্যাংক জব থেকে উপার্জিত অর্থ হারাম আর এ কাজ করলে গুনাহ ও হয়। এরকমভাবে সকল পেশা নিয়ে দলিল/ব্যাখাসহ বই এর নাম জানতে চাই 


জাঝাকাল্লাহু খাইরান। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...