আসসালামুয়ালাইকুম হুজুর। আমার একটি প্রশ্ন আছে সেটি হল..আমরা জানি হাদিসে আছে যে যেনাকারী এবং যেনাকরীণি কেয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতে থাকবে এবং কুরআনেও আছে যেনা ব্যভিচারের শাস্তি সম্পর্কে কেয়ামতের দিন অনেক কঠিন শাস্তির কথা। তো হুজুর আমার প্রশ্ন হচ্ছে অবৈধ প্রেমের সম্পর্ক করলে মানে হাতের যেনা, পায়ের যেনা, মনের যেনা, চোখের যেনা করলে, কিন্তু বড় যেনা না করলে মানে শারীরিক সম্পর্কে না ঝড়ালেও কি কেয়ামত পর্যন্ত আগুলে জ্বলতে হবে? মানে হাত পায়ের মনের যেনা করলেই কি কুরঅান হাদিসে বর্নিত যেনা ব্যভিচারের শাস্তি পেতে হবে? কারণ হুজুর কোন মেয়ের দিকে তাকালে সেটাও তো যেনা হাত ধরলে সেটাও তো যেনা প্রেম করা মানে হাত পা চোখ মন এসবের যেনা কিন্তু লজ্জাস্থানের মিলন হচ্ছে না মানে শারীরিক সম্পর্ক হচ্ছে না তাহলেও কি কুরআন হাদিসে বর্ণিত যেনার শাস্তি পেতে হবে?
একটু দয়া করে জানাবেন।আসসালামুয়ালাইকুম।