আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
83 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (3 points)
উস্তায এখানে আমার নিজের দোকান বলতে, আমার নিজের বিকাশের দোকান। আমার নিজেরই যদি বিকাশের দোকান থাকে তাহলে আমি অন্য বিকাশের দোকানে যাব কেন??। বিকাশ কোম্পানি তো বলেছে যে টাকা পাঠানোর ক্ষেত্রে কাস্টমার কে বিকাশের দোকানে গিয়ে পাঠাতে হবে। তো আমার ভাইয়ের পক্ষ থেকে আমি যেহেতু উকিলল, আর আমার নিজেরই বিযেহেতু বিকাশের দোকান আছে তাহলে আমি আবার অন্য বিকাশের দোকানে যাব কেন? অন্য বিকাশের দোকান থেকে পাঠালে তো আমার কোন লাভ হবে না। আর আমার যদি নিজেরই বিকাশের দোকান থাকে। আমি যদি নিজের বিকাশের দোকান থেকে পাঠায় তাহলে তো বিকাশ কোম্পানি আমাকে একটা প্রফিট দিবে।

তো এখানে উস্তায আমি আমার ভাইয়ের পক্ষ থেকে নিযুক্ত করা উকিল, এবং আমার নিজেরই বিকাশের দোকান আছে। নিজের বিকাশের দোকান থাকা সত্ত্বেও আমার অন্য দোকান থেকে পাঠাতে হবে?? আর বিকাশ কোম্পানি তো বলেছেন বিকাশের দোকান থেকে পাঠাতে সেটা নিজের বিকাশের দোকান হোক আর অন্য বিকাশের দোকান।

1 Answer

0 votes
by (566,160 points)
জবাবঃ- 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ   

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

المحيط البرهاني: (204/7، ط: دار الكتب العلمية)
لأن قبض الوكيل بمنزلة قبض الموكل من حيث إن الوكيل في القبض عامل للموكل.
ألا ترى أنه لو هلك في يد الوكيل كان بمنزلة ما لو هلك في يد الموكل فكأنها كسدت في يد الموكل
সারমর্মঃ-
কেননা উকিলের হস্তগত হওয়া মুয়াক্কিলের হস্তগত হওয়ার সমপর্যায়ের। 
তুমি কি দেখোনা উকিলের হাতে কোনো কিছু ধ্বংস হয়ে গেলে তাহা মুয়াক্কিলের হাতে ধ্বংস হওয়ারই নামান্তর হয়।

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
পূর্বের প্রশ্নে উল্লেখ রয়েছেঃ- "বিকাশ কোম্পানি নিয়ম হচ্ছে যে টাকা পাঠানোর ক্ষেত্রে কাস্টমারকে দোকানে এসে টাকা পাঠাতে হবে।"

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যদি আপনিই কাষ্টমারের উকিল আবার আপনিই বিকাশের এজেন্ট একসাথে হতে পারবেননা।

প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যদি ভাইয়ের পক্ষ থেকে উকিল হোন,সেক্ষেত্রে অন্য কোনো বিকাশের দোকানে ফিজিক্যালি গিয়েই টাকা পাঠাতে হবে,নতুবা বিকাশের শর্ত পূরন হবেনা।

আপনি যদি অন্য দোকানে না যান,সেক্ষেত্রে আপনি আপনার ভাইয়ের পক্ষ হওয়াই সহিহ হবেনা। কেননা দোকানদার যদি কাষ্টমারের উকিল হয়,সেক্ষেত্রে বিকাশের উপরোক্ত শর্ত পূরন হবেনা।

আরো জানার জন্য কোনো নিকটতম ফাতওয়া বিভাগে স্বশরীরে গিয়ে ফাতওয়া জানার পরামর্শ রইলো। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...