আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম, হুজুর আমি একদিন একজন মুফতি হুজুর কে তালাক আর মাসালা জিজ্ঞাসা করি অনি বলেন বিয়ের আগে তালাক হইনাহ কিন্তু শর্ত যুক্ত তালাক দিলে নাকি বিয়ে করলেই সাথে সাথে তালাক। অনি উত্তর টা দেওয়ার কিছু খন পর থেকে হঠাত করেই আমার মনে হচ্চে আমি এমন কিছু বলসি মুখ দিয়ে উচ্চারণ করে আবার তার পরে আবারও কিছুখন পরে মনে হচ্চে না আমি এমন কিছুই বলিনাই। আমার কইদিন পরে বিয়ে আমি তাই বার বার মনে অনেক সন্দেহ হচ্চে আমি যার সাথে বিয়ে তাকে উদ্দেশ্য করে বললাম নাকি এমন শর্ত যুক্ত কিছু যদি বলেই থাকি তাহলে ত আমার বিয়ের পরে তালাক হয়ে যাবে আবার বলি না আমি এমন কিছু বলিনাই আমি কোন ভাবেই sure/নিশ্চিত হতে পারতাসিনাহ আমি আসলে কোনটা বলসি। যদি বলে থাকি তাহলে ত বিয়ের পরে অজান্তেই আমরা হারামে থাকব আর আখিরাতে পরে আল্লাহর সামনে গুনাহগার বা পাপি হয়ে দাড়াব। হুজুর আমি আরও OCD রোগি যার জন্য কোন ভাবেই নিশ্চিত হতে পারছিনা। একবার মনে হই হইত বলসি আবার পরে অনেক বেশি মনে হই না আমি এমন বলিনাই আমার কইকদিন পরে বিয়ে তাই অনেক চিন্তা হচ্চে ।
তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি বিয়ে টা দুইবার করব মানে ১মে বিয়ে পরানর কিছুখন পরে আবার যথা নিয়মে দুজন সাক্ষীর সামনে ইজাব কবুল করব যেন সন্দেহ ও আর না হই আর আমি নিশ্চিত হয় আমার বিবাহটার মধ্যে আর কোন সমস্যা নেই আমরা এখন শরীয়ত হিসেবেও আল্লার কাছে বৈধ ।
আর আমাকে মুফতি সাহেব যখন মাসালা বলল যে কিভাবে কি করলে আপনার তালাক হয় না বা বিয়ের আগে কিভাবে বললে তালাক হই পড়তেছিলাম মানে হুজুরে যে উত্তরটা দিয়েছে উত্তরটা দেখে দেখে তখন আমার স্মরণে আমি যার সাথে বিয়ে হবে তার কথা মনে আসছিল মনে আসছিল কিন্তু আমি জানি অধ্যায়ন করার সময় বা পড়ার সময় কারো কথা স্মরণে আসলে বা মনে আসলে এবং সেটা উচ্চারণ করে পড়লে কোন তালাক বা কিছু হয় না কারণ এখানে ইচ্ছাটা বা উদ্দেশ্যটা অস্পষ্ট এতটুকু হুজুর আমার জানা আছে। আর হুজুর আমি যাতে আপনাকে বললাম যে যখন মাসালা জানলাম জানার কিছুক্ষণ পর থেকে আমার মধ্যে সৃষ্টি হচ্ছে কিন্তু আমি এখনো বলতেছি আমি জানি না কি বলেছি বা আদৌ বলেছি কিনা পুরোপুরি সন্দেহজনক। মুফতি সাহেব যখন আমাকে বলল এবং আমি উনি যেভাবে বলেছে উনি তো আমাকে বলেছে যে বিয়ের আগে যদি এমন শর্ত দেওয়া হয় যে যাকে বিয়ে করবো বা তাকে ইঙ্গিত করে যদি বলি সাথে সাথে তালাক হবে আমার কথাটা হচ্ছে হুজুর এখন যে আমি যদি মনে মনে বলি এবং মুখ দিয়ে কোন শব্দ ছাড়া যদি ঠোঁট নাড়ানোর মাধ্যমে যদি আমি একটু বলার ট্রাই করি কিন্তু আমি কোন প্রকারের শব্দ ছাড়াই করলাম আমার কান পর্যন্ত কোন শব্দ আসেনি যে আমি সেটা স্পষ্টভাবে বুঝবো যে আমি মুখ দিয়ে বলেছি কিন্তু নরমালি মুখ দিয়া মনের মধ্যে যা ছিল সেটা আমি মিন মিন করে ঠোঁট নাড়ানোর মাধ্যমে যদি বলে থাকি কিন্তু কান পর্যন্ত কোন আমার শব্দ আসিনি। সে ক্ষেত্রে কি কোন তালাক হবে ?
১.হুজুর আমাকে সমাধান দিবেন আমার এই চিন্তা আর সন্দেহ নিয়ে অনেক কষ্টে আছি ?
২. প্রথমবার বিবাহ করার কিছুক্ষণ পরে আবার দুজন সাক্ষী সামনে যথা নিয়মে কি ২য় বার করা বিবাহটা কবুল হবে আমার মধ্যে এই সন্দেহটা আছে যে যদি প্রথমটা না হয়ে থাকে অর্থাৎ যদি এটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না যদি প্রথম বিয়ের সাথে সাথে তালাকটা হয়ে থাকে আমি তো জানতেই পারবোনা গুনাহগার হতে থাকবো অজান্তেই । তো আমার যদি প্রথমটা হয়ে থাকে তালাক বিয়ে সহিহ হওয়ার পরে পরপরই সেটা পড়ে যাবে । আমি পুনরায় আবার ওটা যেন হয়ে থাকলেও যেন আমি কোনো গুনাহ গার না হয় সে উদ্দেশ্যেই আমি ১ম বার বিয়ে করার কিছুক্ষণ পরে যথা নিয়মে আবার ইজাব কবুল করলাম দুই সাক্ষীর সামনে রেখে সে ক্ষেত্রে কি ২য় বার আমার বিয়েটা কবুল হবে।
হুজুর বিস্তারিত আপনাকে সব কিছুই আমি বলে দিলাম আর কিছু বাকি নেই আমাকে একটা সমাধান দিবেন এর জন্য।
আর হুজুর আমি আপনাকে বলার আগে এইটা আমি আমার ট্রান্সলেশন এর মধ্যে এটা বললাম যাতে আপনাকে এসব বলতে সুবিধা হয় মানে আপনাকে যেন আমি বুঝাতে পারি সে উদ্দেশ্যে আমি কথাগুলো লিখলাম যেন আপনাকে সেন্ড করতে সুবিধা হয় আমার এতে কি কোন প্রকারের সমস্যা হবে।
হুজুর আমি খুব শীঘ্রই আমার ওসিডি/ওয়াসওয়াসার এই সমস্যার জন্য একজন ডাক্তারের সাথে শরণাপন্ন হব। এখন এ সমাধানটা দিলে আশা করি আমার এই বিষয় নিয়ে মাথা হালকা করে ফেলতে পারব ।