আমার আপন মামা ইসলামী ব্যাংকে চাকুরি করেন,বেশ উচ্চপদেই।ওনার বাসায় দাওয়াত যদি-ও বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা সম্ভব,কিন্তু উনি আম্মার বাসায় বেড়াতে এলে যেসব হাদিয়া আনেন,তা চাইলেও কাউকে দিয়ে দেয়া সম্ভব না যেহেতু বাসায় কারো দ্বীনের এই বুঝ নেই।এটা যে হারাম,তা বলাও যাবেনা,এমন অবস্থা।আমি বর-সন্তান নিয়ে এই মুহুর্তে মায়ের বাসায় থাকি কিছু কারণে।থাকা হবে আরো বেশ কিছুদিন হয়তো-বা। এক্ষেত্রে আমি অন্তত আমাদের তিনজনকে যেন এসব গ্রহণ করতে না হয়,তা চাই।কিন্তু,আসলেই কি এটা গ্রহণ করা আমাদের জন্যে হারাম হবে?তার বাসায় দাওয়াত গ্রহণও কি হারাম হবে আমাদের জন্যে?যেহেতু আপন মামা,আত্মীয়তার বিষয় আছে।