আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবা রাকাতুহ।
দ্বীনে ফেরার আগে কাজিনের সাথে হারাম সম্পর্ক ছিলো। সে আবার আমাদের বাসায় পড়াশোনা করার পারপাসে প্রায় ১০বছর থেকেছে। হারাম সম্পর্কের কথা সব রিলেটিভ জেনে গেলে ছাড়াছাড়ি হয়ে যায়।সে ও বাসা থেকে চলে যায়। এখন কথা হলো, আমার পরিচিত একজনের সাথে বিয়ের আলাপ চলছে, সে আবার আমার হারাম সম্পর্কের কথা জানতো। কিন্তু এটা জানে না, ঐ কাজিন যে আমাদের বাসায় থাকতো।
ইসলামে তো অতীত নিয়ে স্বামীকে বলা নিষেধ। কিন্তু আই ফতোয়াতে একটা উত্তরে দেখেছি, যদি স্বামী পরবর্তীতে সেটা জেনে ফেলার আশংকা থাকে, তাহলে বলে দেয়া।
আমার রিলেটিভ সবাই জানে কার সাথে আমার হারাম সম্পর্ক ছিলো। আর সে যে আমাদের বাসায় থাকতো সেটাও।আমি না বললেও যেকোনো ভাবে এটা জেনে যাওয়ার আশংকা রয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আমার স্বামী যদি যেকোনো সময় এটা জেনে যায় আমাকে তো সন্দেহ করবে,অশান্তি করবে। আমার কি তাকে এই বিষয়ে বিয়ের আগে জানিয়ে দেয়া উত্তম?