আমি একস্থানে ৬ দিনের জন্য সফর করার সময় গুগল ম্যাপে দেখি তা আমার বাসস্থান থেকে ৯০ কি.মি. দূরে। তাই সফরের পুরো সময়ই আমি নামাজ কসর করি। কিন্তু পরবর্তীতে বুঝতে পারি যে ম্যাপে মূলত পথের দৈর্ঘ্য দেখাচ্ছিলো, আসলে জায়গা দুটির সরলরৈখিক দূরত্ব ৩৫ মাইলের মতো। অর্থাৎ কসর করার উপযুক্ত না হয়েও আমি কসর করে ফেলেছি। এক্ষেত্রে কী আমার ৬ দিনের সকল নামাজ কাজা আদায় করা লাগবে?