ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
"নদী নালা সাগরে যত প্রাণী থাকে,
তাসবীর ঢেউ ওরা তোলে বাঁকে বাঁকে -
নদী নালা সাগরে যত প্রাণী থাকে,
তাসবীর ঢেউ ওরা তোলে বাঁকে বাঁকে।
সৃষ্টির সব খানে দেখি যে তোমায়।"
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এখানে "সৃষ্টির সব খানে দেখি যে তোমায়।" এদ্বারা উদ্দেশ্য হল, সবকিছু কত নিপুনভাবে আল্লাহ তৈরী করেছেন, সেটা বুঝানো। আল্লাহর সৃষ্টিকে দেখার পর এর সৃষ্টিকর্তা যে কত সুমহান সেই দিকে মন ধাবিত হওয়াকে বুঝানো হয়েছে, তাই এখানে কুফরি বা ভুল আকিদা হবে না। আল্লাহ সর্বত্র বিরাজমান নয় বরং আল্লাহ সবকিছু দেখে ও সবকিছু আল্লাহর আয়ত্বে রয়েছে, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস।
(২)
ঈমানে কোনো সমস্যা হবে না।
(৩) কি বলেছে? সেটার উপর ফাতাওয়া নির্ভর করবে। ঢালাওভাবে কিছু বলা যাবে না।
(৪) বিচ্ছিন্ন কেনায়া শব্দ নয়। তবে পরিস্থিতি অনুযায়ী কেনায়া শব্দের আওতাধীন হতে পারে।