সিনারিও :
আমার বাল্যকালের বন্ধু , ক্লাস ২ থেকে ৫ পর্যন্ত একসাথে পড়া হয়েছে , এরপর ক্লাস ৬ এর শুরুর দিকে রোড এক্সিডেন্ট এ মারা যায় । সে আমার কথা তার বাসায় খুব ভাল বলে এবং সে মারা যাওয়ার পর থেকে তার মা আমাকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন এবং আমাকে ছেলের মত দেখেন এবং এরপরই প্রথম তার বাসায় যাওয়া হয় , এরপর থেকে এখন অব্দি গত ১৩-১৪ বছর ধরে আমরা ভাল সম্পর্ক মেইনটেইন করে আসছি আমরা ফ্যামিলি গত ভাবে ,মাঝে মাঝেই যাওয়া আসা হয় ।
গত সপ্তাহে ঈদের দাওয়াত এ তাদের বাসায় যাওয়া হয় । তখন আন্টি আমাকে বলে বাবা তোমার বোন এর বিয়ে দিব কোন ভাল পাত্র থাকলে জানাইও । এর মাঝে আমার এক বন্ধু আমার আম্মুকে এবং আমাকে বলে রেখেছিল ভাল কোন মেয়ে থাকলে জানাইতে । আমি দুই ফ্যামিলি কেই চিনি এবং তাদের কুফু মিলে যায় এজন্য দুই পক্ষকে জানাই এবং তাদের পছন্দ হয় ইনিশিয়াল অবস্থায় ।
এখন মেয়ের বাসা থেকে বারবার বলতেছে তোমার ফ্রেন্ড আমরা আর তেমন কিছু দেখব না । আর ছেলে মোটামুটি রাজি ।
পরিস্থিতি এমন আমি বিষয় টা তে ভালভাবে ইনগেজ করলে বিয়ে টা হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমি সেই সাহস টা পাচ্ছি না ।
১. ছেলে আমার বন্ধু সে একাধিক হারাম রিলেশন এ ছিল , আর মেয়ে আমার বোন সে কোন হারাম রিলেশন এ জড়ায় নাই , এখন আমি যদি এ বিষয়ে ছেলেকে হেল্প করি তাহলে কি মেয়েকে ঠকানো হবে ? কেননা সূরা আহযাব ৩৫ আয়াত ।
২. যদি তাদের বিয়ে হয় এবং আল্লাহ না করুক খারাপ কোন কিছু হয় , মেয়ে সুখী না হয় (এমন হবার সম্ভাবনা কম ইনশা আল্লাহ ) তাহলে আমার বন্ধুর ফ্যামিলি এর সাথে আমাদের ফ্যামিলি এর সম্পর্ক খারাপ হতে পারে এমন ভয় পাচ্ছি যেটা আমি কোন মতেই মেনে নিতে পারব না ।
এখন আমার কি করা উচিত ?
ছেলে আর মেয়ে একই রকমের দীনদার ,তাদের ফ্যামিলি ও একই রকমের । যদি এই বিষয়ে আমি ইনগেজ করি কিভাবে সর্বোত্তম পন্থায় করতে পারি এবং ছেলের এই বিষয় টা কি আমি মেয়ের ফ্যামিলি বা মেয়ের সাথে শেয়ার করব কি না ?
সমাজ এ যেনা ব্যভিচার কমানো, উভয় ফ্যামিলি কে হেল্প ,সাদকয়ে জারিয়াহ নিয়তে সর্বপরি মহান আল্লাহ এর সন্তুষ্টি এর উদ্দেশ্য নিয়ে উক্ত বিবাহে হেল্প করতে পারব কি না